Ajker Patrika

মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪২
মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন না পেয়ে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতা গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মৃধা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল লতিফ মৃধা বলেন, ‘আমি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপি-জামায়াতের পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। অনেক মিথ্যা মামলার শিকার হয়েছি। আমার বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। এরপরও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা কেন্দ্রীয় নেতাদের কাছে উপস্থাপন করেছেন, আমি নাকি কখনো আওয়ামী লীগ করিনি। দারার এ ধরনের মিথ্যা তথ্য উপস্থাপনের কারণে আওয়ামী লীগ থেকে দুর্গাপুরের মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি।’

আব্দুল লতিফ তাঁর লিখিত বক্তব্যে আরও বলেন, ‘দারা এমপি থাকাকালে মনোনয়ন-বাণিজ্য, নিয়োগ-বাণিজ্য, নানাভাবে লুটপাটের কারণে ২০১৮ সালের সংসদ নির্বাচনে তাঁর নিজের এমপি মনোনয়নটিও হারান। কিন্তু বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তিনি আবারও ইউপি নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যে মেতে উঠেছেন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নিজে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম। কিন্তু দারা মাড়িয়া ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী হিসেবে সম্রাট নামের এক ব্যক্তির নাম সুপারিশ করেছেন, যাঁর ওয়ার্ডে ভোটারসংখ্যা ৩০০ জন। আসলে আব্দুল ওয়াদুদ দারার মূল ষড়যন্ত্র হচ্ছে, দুর্বল দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া। যাতে ওয়াহেদ মোল্লার ছেলে বিএনপি নেতা সুমন সহজেই চেয়ারম্যান হতে পারেন।’

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেন, ‘লতিফের অভিযোগের কোনো ভিত্তি নেই। তাঁর বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। দলের মনোনয়ন না পেয়ে তিনি বিষোদ্‌গার করে যাচ্ছেন। আর মনোনয়ন তো আমাদের হাতে নেই। এটি দলীয় সিদ্ধান্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত