Ajker Patrika

ব্যবহার করার আগে নষ্ট হচ্ছে গ্যাসপাইপ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৭
ব্যবহার করার আগে নষ্ট হচ্ছে গ্যাসপাইপ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গ্যাসের পাইপলাইন থাকলেও নেই সংযোগ। ব্যবহারের আগেই নষ্ট হওয়ার পথে এসব গ্যাস লাইনের পাইপ। দীর্ঘদিন ধরে পাইপলাইন নির্মাণ করা হলেও গ্যাস-সংকটের কারণে গ্যাসের সংযোগ চালু হয়নি।

জানা যায়, গত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করার পর তাঁর নিজ বাড়ি টঙ্গিবাড়ীতে গ্যাস সংযোগ নেওয়ার জন্য পাইপলাইন নির্মাণ করেছিলেন। কিন্তু প্রায় ১৫ বছর ধরে গ্যাসের পাইপলাইন নির্মাণের পরেও এখন পর্যন্ত কোনো গ্যাস সংযোগ চালু করা সম্ভব হয়নি।

উপজেলার সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নের বরলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, মুন্সিগঞ্জ সদর থেকে মাটির নিচ দিয়ে গ্যাস-সংযোগের জন্য টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের বাড়ির সামনে মাটির নিচে পাইপলাইন টেনে বক্স করে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আফরোজা বেগম জানান, লাইন থাকা সত্ত্বেও সংযোগের অভাবে তাঁরা লাইন গ্যাস পাচ্ছেন না। এলপিজি গ্যাসের দাম বেশি, অতিরিক্ত দাম দিয়েই তা ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন বলেন, দেশের বাজারে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা। এলাকায় তিতাসের লাইন গ্যাসের পাইপলাইন টানা রয়েছে। কিন্তু তা গত ১৫ বছরেও চালু করা হয়নি।

তিতাসের উপব্যবস্থাপনা কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত