Ajker Patrika

পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩: ৫৩
পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলায় তাহমিনা বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এনজিও ঋণ পরিশোধ ও পারিবারিক বিরোধের জেরে তাঁকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সত্তার শেখের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতের কোনো সময় পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী সত্তার শেখকে পুলিশ আটক করেছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

নিহত তাহমিনা বেগমের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আটক সত্তার শেখ (৫০) পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত জোনাব আলী শেখের ছেলে।

নিহত তহমিনার ছেলে রবিউল ইসলাম জানান, তার বাবা তার মায়ের নামে স্থানীয় বিভিন্ন এনজিও ও ব্যক্তিদের কাছ থেকে প্রায় ৫-৬ লাখ টাকা সুদে ঋণ নিয়েছিল। এই ঋণ পরিশোধ নিয়ে বিভিন্ন সময় পারিবারিক সমস্যা হচ্ছিল। এমনকি বাবা সত্তার মা তাহমিনাকে মারধরও করত। বৃহস্পতিবার তাদের একটি অটোরিকশা তার বাবা বিক্রিয় করার জন্য নিয়ে গেলে বিক্রি করতে না দিয়ে পরিবারের অন্য সদস্যেরা ফিরিয়ে নিয়ে আসে। এ ঘটনায় তার বাবা সত্তার তার মাকে সন্ধ্যা থেকেই নানা হুমকি দিয়ে আসছিল বলে রাতে মা তহমিনা তাদের জানান। রাত ১২ টা পর্যন্ত তার মায়ের সঙ্গে কথা বলে তিনি পাশের অন্য ঘরে ঘুমাতে যান। পরে সকালে তার বোন সনিয়া ঘরে গিয়ে মাকে ডেকে সারা শব্দ পায় না। দেখে ঘরের সামনে তালা মারা। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যেরা ঘরের তালা খুলে দেখতে পায় তাহমিনা বেগমের রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

শিকদারমল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চাঁন জানান, এনজিওর ঋণ পরিশোধের কিস্তি দেওয়া নিয়ে বিভিন্ন সময় তাদের পরিবারের নানা ঝগড়া হতো। মূলত ঋণের টাকা পরিশোধের সমস্যা নিয়েই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই কৌশলে ঘাতক স্বামী সত্তার শেখেকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত