Ajker Patrika

যশোর বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৮১ হাজার

যশোর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ১১
যশোর বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৮১ হাজার

করোনা থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল রোববার থেকে যশোর শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

সারা দেশের মতো যশোর বোর্ডের অধীনে এবার ২৯১টি কেন্দ্রে পরীক্ষায় বসবে এক লাখ ৮১ হাজার ৪৩০ জন। যাদের মধ্যে ৯২ হাজার ৪৪২ জন ছাত্র। আর ছাত্রী ৮৮ হাজার ৯৮৮ জন।

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত রয়েছে এক লাখ ৫৭ হাজার ১৬৫ জন এবং অনিয়মিত ২৩ হাজার ৯৭১ জন। এ ছাড়া ৬ জন শ্রুতি লেখক (প্রতিবন্ধী) পরীক্ষার্থী অংশ নেবে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, ইতিমধ্যে পরীক্ষার খাতা কেন্দ্রে পাঠানোসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মোট ২৯১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এবার যশোরের ৫২ কেন্দ্রে অংশ নেবে ৩০ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।

এ ছাড়া খুলনায় ৫৮টি কেন্দ্রে ২৭ হাজার ২১৮ জন, বাগেরহাটে ২৭টি কেন্দ্রে ১৯ হাজার ৫৩১ জন, সাতক্ষীরায় ২৭ কেন্দ্রে ১৯ হাজার ৫৩১ জন, কুষ্টিয়ার ৩০ কেন্দ্রে ২৫ হাজার ২৫১ জন, চুয়াডাঙ্গার ১৭টি কেন্দ্রে ১১ হাজার ৬৭০ জন।

এ ছাড়া মেহেরপুরের ১৩টি কেন্দ্রে আট হাজার ৭৭৮ জন, নড়াইলের ১৪টি কেন্দ্রে ৯ হাজার ৭৯৭ জন, ঝিনাইদহের ৩৬ কেন্দ্রে ২১ হাজার ৫২১ জন ও মাগুরার ১৭টি কেন্দ্রে ১১ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত