Ajker Patrika

কারাতে দল আজ দুবাই যাচ্ছে

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭: ০২
কারাতে দল আজ দুবাই যাচ্ছে

২৫তম সিনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশের ১৩ সদস্যের কারাতে দলে আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহরে যাচ্ছেন। সেই সঙ্গে ডব্লিউকেএফ (কারাতে) কংগ্রেস, কোচেস ও জাজেজ লাইসেন্স পরীক্ষায় অংশ নেবেন তাঁরা। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যশৈহ্লা জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মো. মোজাম্মেল হক খানের নেতৃত্বে কারাতে দলটি শনিবার ভোরে বিমানে ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধি দলের সঙ্গে তিনি (ক্যশৈহ্লা) রয়েছেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রতিনিধি দলের তত্ত্বাবধান করছে। প্রতিযোগিতা শেষ আগামী ২১ নভেম্বর দলটি দেশে ফিরবেন বলে জানান ক্যশৈহ্লা।

জানা গেছে, ১৩ সদস্যের কারাতে দলের প্রধান থাকবেন ফেডারেশন সভাপতি ড. মো. মোজাম্মেল হক খান। টিম কোচেস (আপগ্রেডিং পরীক্ষার্থী) মো. মোয়াজ্জেম হোসেন, টিম অফিশিয়াল এবিএম ফরদাহ, টিম ম্যানেজার মো. ইকবাল হোসেন, ডব্লিউকেএফ কোচেস পরীক্ষার্থী মো. আফজাল ইসলাম, কোচেস আপ গ্রেডিং পরীক্ষার্থী এস ইসলাম শুভ, জাজেজ আপ গ্রেডিং পরীক্ষার্থী আওলাদ হোসেন।

খেলোয়াড়দের মধ্যে আছেন কাতা একক-এ নুমে মারমা, কাতা একক-এ মো. হাসান খান, ৫৫ কেজি কুমিতে ফারজানা আক্তার প্রিয়া, ৬১ কেজিতে কুমিতে হোমায়রা আক্তার অন্তরা, ৬০ কেজি কুমিতে মো. আল আমিন ইসলাম ও ৮৪ কেজি কুমিতে মোহাম্মদ রমজান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত