Ajker Patrika

অজিতকুমার চক্রবর্তী

সম্পাদকীয়
অজিতকুমার চক্রবর্তী

অজিতকুমার চক্রবর্তী ছিলেন সাহিত্য সমালোচক, ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক এবং রবীন্দ্র-সাহিত্যের একজন প্রধান ব্যাখ্যাকারী।অজিতকুমার চক্রবর্তীর জন্ম ১৮৮৬ সালের ২০ আগস্ট ফরিদপুরের মঠবাড়ি গ্রামে। ১৯০৪ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করার পর তিনি শান্তিনিকেতনে শিক্ষক হিসেবে যোগ দেন। এখানে তিনি ছিলেন বাংলা, ইংরেজি ও ভূগোলের শিক্ষক। সংগীত শিক্ষকের ভূমিকাও পালন করেছেন। রবীন্দ্রনাথের বিভিন্ন গ্রন্থ প্রকাশে তাঁর সহযোগী হিসেবে কাজ করেছেন অজিতকুমার।

শান্তিনিকেতন প্রতিষ্ঠার পর প্রথম দিকে অজিতের শ্রম ও নিষ্ঠার কথা একাধিকবার বলেছেন রবীন্দ্রনাথ। তিনি অজিতকে নিজের লেখা অনুবাদের ভার দিয়েছিলেন। রবীন্দ্রনাথের অনুরোধে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পড়তে যান অজিত। সেখানে গিয়ে তিনি রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের কথা বিলেতবাসীর কাছে প্রচার করেন। ‘কাবুলিওয়ালা’ গল্পের অনুবাদ রবীন্দ্রনাথ সম্পর্কে আগ্রহী করে তোলে বিলেতের বিদগ্ধজনদের।

একসময় অজিতকুমারকে যন্ত্রণা নিয়েই শান্তিনিকেতন ছাড়তে হয়েছিল। বিভিন্ন কারণে শান্তিনিকেতনের সঙ্গে তাঁর সম্পর্ক জটিল হয়ে উঠেছিল। শান্তিনিকেতন ছেড়ে মহর্ষির জীবনী রচনার জন্য বৃত্তি নিয়ে চলে যান কলকাতায়। তখন তিনি ভয়াবহ আর্থিক সংকটে পড়েছিলেন। কিন্তু আশ্রমের প্রতি টান আর রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা অটুট ছিল তাঁর।

তাঁর মৃত্যুর পর জগদীশচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘অজিতের অকাল-মৃত্যুতে সাহিত্যের ক্ষতি হবে। তার গুণ ছিল—সে সম্পূর্ণ নির্ভীকভাবে সকল পক্ষের বিরুদ্ধে এবং প্রচলিত মতের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করতে পারত। ঠিক বর্তমানে সে রকম আর কোনো বাংলা লেখক তো মনে পড়ছে না।’

অজিতকুমার চক্রবর্তীর লিখিত অন্যতম একটি বই হলো ‘রবীন্দ্রনাথ’। যেটা তিনি বিলেত থেকে দেশে ফেরার পরে রচনা করেন। এই বইয়ে তিনি প্রথম কবির অন্তর্জীবন ও কবিতার মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তিনি মোট ১২টি বই লিখেছেন।

১৯১৮ সালের ২৯ ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কলকাতায় অজিতকুমার চক্রবর্তী মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত