Ajker Patrika

অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ৫৯
অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদে মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় অনিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশায় অতিরিক্ত যাত্রীবহন এবং অপ্রাপ্ত চালকদের দিয়ে গাড়ি চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা থ্রিহুইল মাহিন্দ্রা মালিক সমিতি। গতকাল রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ মুজাহিদের কাছে স্মারকলিপি দেন সমিতির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতি কাউন্সিলর আবু বকর সিদ্দিকী মিল্লাত, সাধারণ সম্পাদক বায়জিদ হাওলাদার, খোকন আকন, আবু জাফর, লাইনম্যান হেলাল মিয়া প্রমুখ।

এ সময় চালকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানান, তারা সরকারের দেওয়া বিধিনিষেধ মেনেই সড়কে গাড়ি চালান। বিভিন্ন সময়ে নির্বাচন ও পূজার ডিউটিসহ মাসে ৬০টি গাড়ি পুলিশের সঙ্গে পেট্রল ডিউটিতে কাজ করে থাকে। কিন্তু অনিবন্ধিত অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার কারণে তারা ঠিকমতো কিস্তি পরিশোধসহ দুবেলা খেতে পারেন না। কারণ হিসেবে অটোরিকশায় অতিরিক্ত যাত্রীবোঝাইকে তাঁরা দায়ী করছেন। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক চালকদের জন্য দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ তাঁদের।

মাহিন্দ্রা সমিতির সভাপতি আবুবকর সিদ্দিক মিল্লাত বলেন, ‘আমাদের গাড়িগুলো বিআরটিএর অনুমোদন নিয়ে বৈধ কাগজপত্রসহ চালাতে হয়। কিন্তু অনিবন্ধিত অটোরিকশার দাপটে আমরা রাস্তায় দাঁড়াতে পারছি না।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, ‘এ বিষয়ে অটোরিকশা মালিক সমিতি এবং থ্রিহুইল মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে একটি সমাধানের ব্যবস্থা করা হবে। এ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন অনুযায়ী তাঁদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত