Ajker Patrika

জেল খেটে অফিসে এসে ‘অসুস্থতার ছুটি’

ফারুক ছিদ্দিক, ঢাবি 
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১১: ১৬
জেল খেটে অফিসে এসে ‘অসুস্থতার ছুটি’

ইয়াবা বড়ি বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটেন। কিন্তু জেল থেকে বের হয়ে ছুটির আবেদনে অসুস্থতার কথা লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ডেটা এন্ট্রি অপারেটর মো. সাব্বির হোসেন। যদিও অসুস্থতার লক্ষণ না থাকায় তাঁর আবেদনটি মঞ্জুর করেনি কর্তৃপক্ষ।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮টায় কাঁটাবন এলাকা থেকে মো. আসলাম উদ্দিন রাজু ও মো. সাব্বির আলমকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৯০টি ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাজু গাউসুল আজম মার্কেটের মামা হোটেলের মালিক। রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলে এক দিন পর জামিন পান রাজু ও সাব্বির।

২৮ ফেব্রুয়ারি জেল থেকে বের হয়ে তিনি ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কাছে মেডিকেল ছুটির আবেদন করেন। ছুটির আবেদনের সঙ্গে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের একটি প্রেসক্রিপশন যুক্ত করেন।

ছুটির আবেদনে সাব্বির উল্লেখ করেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা-মাওয়া মহাসড়কে আমি ভয়াবহ দুর্ঘটনায় আহত হই। ২৭ ফেব্রুয়ারি হাসপাতালে যাওয়ায় অফিসে আসতে পারিনি। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে ১৫ দিনের বিশ্রাম নিতে হবে। তাই ২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত মেডিকেল ছুটির আবেদন করছি।’

এ বিষয়ে সাব্বির আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি কলা বলতে রাজি হননি। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘কাগজপত্রগুলো আমার কাছে যথাযথ প্রক্রিয়ায় আসুক। কেউ যদি এ রকম কাজ করে থাকে, তবে প্রশাসনের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত