Ajker Patrika

‘দুর্যোগে জনগণের পাশে সেনাবাহিনী’

খুলনা প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ০৮
‘দুর্যোগে জনগণের পাশে সেনাবাহিনী’

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন বলেছেন, করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। এ জন্য সেনাবাহিনী গর্ববোধ করে। তিনি গতকাল সকাল সাড়ে ১০টায় খুলনার জাহানাবাদ সেনানিবাসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে সেনাপ্রধান জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিএ্যান্ডএস)-এ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) এর ৪০ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেনাপ্রধান সাংবাদিকদের আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। সেনাপ্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কগণের উদ্দেশ্যে তাঁর দিক নির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি মহান স্বাধীনতাযুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন। তিনি কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত