Ajker Patrika

সরকার সতর্ক না হলে রাষ্ট্র বিপর্যয়ে পড়বে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৪: ০৩
সরকার সতর্ক না হলে রাষ্ট্র বিপর্যয়ে পড়বে

ডাকসুর সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘পরিবারতন্ত্র, অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে শ্রীলঙ্কা আজ দেউলিয়া হওয়ার পর্যায়ে। ব্যয়বহুল প্রকল্প ও বেহিসেবি ঋণ গ্রহণে সরকারকে সতর্ক হতে হবে এবং অপচয়, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করতে হবে; নতুবা রাষ্ট্র বিপর্যয়ে পড়বে। রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের ইচ্ছাধীন, সরকারের ইচ্ছাধীন নয়।’

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডির আয়োজনে গত বুধবার এক প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ মিলনায়তনে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব।

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, খোরশেদ আলম, এ বি এম বাবুল মুন্সি, হারুন-অর-রশিদ ডিলার, আলমগীর হোসেন বাহার, মো. নুরুদ্দিন, হারুনুর রশিদ মার্টিন, যুবনেতা মাহমুদুর রহমান বেলাল, এম এ এহসান রিয়াজ, আবুল বাসেদ খোকন, ছাত্রনেতা তারেক রহমান তহা প্রমুখ।

এ সময় আ স ম আবদুর রব আরও বলেন, ‘ক্ষমতা কারও জন্য সংরক্ষিত নয়, এই মৌলিক সত্যকে মেনে নিতে হবে। গণতন্ত্রবিহীন, ভোটারবিহীন এবং আইনের শাসনবিহীন রাষ্ট্র ক্রমাগত দীর্ঘস্থায়ী সংকটে নিপতিত হচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জাতীয় এবং ভূ-আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। রাষ্ট্রকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিপদের মুখে ঠেলে দিয়ে ক্ষমতা ধরে রাখার আত্মঘাতী মতলব থেকে সরকারকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত