Ajker Patrika

রং-তুলির অপেক্ষায় প্রতিমা

তাজরুল ইসলাম, পীরগাছা
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৪৫
রং-তুলির অপেক্ষায় প্রতিমা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পীরগাছায় এখন জোরেশোরে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগরেরা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। ইতিমধ্যে অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আর কয়েক দিন পরেই পড়বে রং-তুলির আঁচড়। এরপর ঢাকঢোল পিটিয়ে পাঁচ দিনব্যাপী চলবে দুর্গোৎসব।

উপজেলায় এ বছর ৮৬টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হবে। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। তবে স্থানীয় কারিগর পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে প্রতিমাপ্রতি ১০ হাজার টাকা খরচ বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পীরগাছাসহ আশপাশের বিভিন্ন মন্দিরের জন্য এবার প্রতিমা তৈরি করছেন উপজেলার আরাজি ঝিনিয়া গ্রামের কারিগর সুনীল চন্দ্র, পুলিন চন্দ্র ও সুশীল চন্দ্র। তাঁরা তিন ভাই মিলে নিজ বাড়িতে গড়ে তুলেছেন প্রতিমা তৈরির কারখানা। এ বছর চাহিদা বেশি থাকলেও তাঁরা অর্ডার নিয়েছেন ২০টি প্রতিমার। দিনে চুক্তিভিত্তিক বিভিন্ন মন্দিরে কাজ করে বাকি সময়ে চলে এসব প্রতিমা তৈরি।

তিন ভাইয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, রোদে শুকানো হচ্ছে সারি সারি প্রতিমা। এগুলোতে ছোটখাটো কাজ করছিলেন সুনীলের স্ত্রী ছবি রানী। তিনি জানান, তিন ভাই প্রতিমা তৈরির কাজে পাশের মিঠাপুকুর উপজেলায় গেছেন।

ছবি রানী জানান, প্রতিমার চাহিদা অনেক। কিন্তু কাজ করার সময় পাওয়া যাচ্ছে না। তাই বেশি অর্ডার নেওয়া হয়নি। তিন ভাই বাইরে কাজ করে বাড়িতে যেটুকু সময় পান তখন এখানে কাজ করেন।

ছবি রানীরা ভিন্ন ভিন্ন আটটি প্রতিমা মিলিয়ে এক সেটের মজুরি নিচ্ছেন ২৫ থেকে ৩০ হাজার টাকা। একটি সেট তৈরিতে প্রায় ১০ দিন সময় লাগে। এতে দুর্গার সঙ্গে রয়েছে অসুর, সিংহ, মহিষ, গণেশ, সরস্বতী, কার্তিক ও লক্ষ্মীর প্রতিমা।

প্রতিমা কারিগর সুশীল চন্দ্রের স্ত্রী ছবিতা রানী বলেন, ‘এ বছর কাঠ, খড় ও মাটির দাম বেশি। প্রতিমা তৈরিতে খরচ একটু বেশি হচ্ছে। তেমন একটা লাভ থাকছে না। কোনোমতে টিকে আছে বাপ-দাদার এ পেশা। অন্য সময় দিনমজুরি করে সংসার চলে আমাদের।’

স্থানীয় ডাকুয়ার দিঘি দুর্গা মন্দিরের সভাপতি সুধীর চন্দ্র বর্মণ জানান, গত বছর প্রতিমা তৈরিতে ১৬ হাজার টাকা খরচ হলেও এ বছর লাগছে ২৬ হাজার টাকা। ইতিমধ্যে প্রতিমার কাঠামোর কাজ শেষ হয়েছে। এখন অপেক্ষা রং-তুলির আঁচড়ে রঙিন করে সাজিয়ে তোলা।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ পীরগাছা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায় বলেন, এ বছর পীরগাছায় প্রায় ৮৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো ধর্মীয় সম্প্রতি বজায় রেখে সর্বজনীন এই উৎসব হবে। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপ কমিটিগুলো এখন প্রতিমা স্থাপনের কাজ করছে। এ লক্ষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা কারিগরেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত