Ajker Patrika

রাঙামাটির ১৪ গ্রন্থাগার পেল বিভিন্ন সামগ্রী

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ২৭
রাঙামাটির ১৪ গ্রন্থাগার পেল বিভিন্ন সামগ্রী

রাঙামাটির ৩টি উপজেলার ১৪টি পাঠাগারে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার সদর, কাউখালী ও নানিয়ারচর উপজেলার পাঠাগারে এসব বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে রাঙামাটি পাবলিক লাইব্রেরির সহকারী গ্রন্থাগারিক সুনীলময় চাকমা এসব সামগ্রী বিতরণ করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার স্থাপন প্রকল্পের আওতায় পাঠাগারসামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে। এতে অর্থায়ন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর।

পাঠাগারসামগ্রীর মধ্যে রয়েছে চারটি স্টিল বুকশেলফ, একটি গোলাকার রিডিং টেবিল, দুটি চেয়ার, একটি কার্পেট, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চারটি ছবি, বঙ্গবন্ধুর দুটি লোগো।

পাঠাগারসামগ্রী পাওয়া ১৪ পাঠাগার হলো রাঙামাটি সদরের তঞ্চঙ্গ্যা পাড়া চিত্তনন্দ মহাথের পাঠাগার, দেবাশীষ নগরের এম এন লারমা স্মৃতি গণপাঠাগার, কান্দেবছড়া তারুম্বন গণগ্রন্থাগার, জেলা কারাগার গ্রন্থাগার, রাঙামাটি পাবলিক লাইব্রেরি।

কাউখালী উপজেলার ঘাগড়া ছেলাছড়া আলোড়ন পাঠাগার, কলমপতি ছোট ডলু উদয়ন স্মৃতি পাঠাগার, বেতবুনিয়া কাজিপাড়া খিমন বংশ স্মৃতি পাঠাগার, ঘাগড়া জ্ঞানকীর্তি স্মৃতি পাঠাগার, বেতবুনিয়া সোনাইছড়ি জিনপদ মহাথের পাঠাগার, কলমপতি লেমুছড়া বুদ্ধ সাসনা পালি টোল গণগ্রন্থাগার, ঘিলাছড়ি পঞ্চ কল্যাণ পাঠাগার, সোনাইছড়ি মনতোষ স্মৃতি পাঠাগার। এ ছাড়া নানিয়ারচর উপজেলার হাজাছড়ি আলো বিকাশ জ্ঞানতিষ্য স্মৃতি পাঠাগার।

পাঠাগারগুলোর পক্ষ থেকে প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদকেরা এসব সামগ্রী গ্রহণ করেন।

রাঙামাটি পাবলিক লাইব্রেরির সহকারী গ্রন্থাগারিক সুনীলময় চাকমা জানান, গতকাল যাঁদের পাঠাগার সামগ্রী দেওয়া হয়েছে, পরে তাঁদের বই দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত