Ajker Patrika

বিদ্যালয়ের সব নথি আগুনে পুড়ল

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭: ৩৪
বিদ্যালয়ের সব নথি আগুনে পুড়ল

নেছারাবাদ উপজেলার জুলুহার মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিসহ বেশ কিছু আসবাবপত্র। গত সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের গেটের তালা ভেঙে অফিসকক্ষে ঢুকে আলমারি ভেঙে সকল গুরুত্বপূর্ণ কাগজ এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দেয়।

এ সময় আগুনের লেলিহান শিখায় অফিসকক্ষের বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পোড়ার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানো শুরু করেন। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের অফিসকক্ষে রাখা সকল নথি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি দাস বলেন, ‘বিদ্যালয়ে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। আগুন এমনি এমনি লাগেনি। দুর্বৃত্তরা ইচ্ছে করে আলমারিতে রাখা সব গুরুত্বপূর্ণ নথি একত্র করে আগুন দিয়ে পুড়িয়েছে।’

বিদ্যালয়ের সভাপতি মৃদুল বড়াল বলেন, ‘বিদ্যালয়ের কোনো কমিটি সদস্য বা শিক্ষকদের সঙ্গে কারও কোনো ঝামেলা নেই। তবে যারা আগুন দিয়েছে তাঁরা টার্গেট করেই এ ন্যক্কারজনক কাজটি করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘ঘটনা শুনেছি। দুর্বৃত্তরা ইচ্ছে করে বিদ্যালয়ের অফিসকক্ষে আগুন দিয়েছে। আগুনে বিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গেছে।’

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ‘ঘটনা জানার পরপরই ওই স্থান পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহ খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত