Ajker Patrika

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৭
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে গতকাল মঙ্গলবার দুপুরে এই জরিমানা করা হয়। এ সময় মাস্টার বেকারিকে ৫ হাজার টাকা ও ক্যাফে দারুচিনিকে ৪ হাজার টাকা, পানসি হোটেলকে ৩ হাজার টাকা, খোলা বাজারে বিস্কুট বিক্রেতা আনিসকে ৫০০, লাভলুকে ১০০০ টাকা, জালালকে ১০০০, মনিন্দ্র মোদককে ১০০০ টাকা এবং পৌর বাজারে ট্রাক ঢোকার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা-পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, নোংরা পরিবেশে খাবার তৈরি ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত