Ajker Patrika

পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা

যশোরের অভয়নগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয় পেয়ে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকের দোকান ও বাড়িতে হামলা চালিয়েছেন জয়ী প্রার্থী মো. হাফিজুর রহমানের সমর্থকেরা।

গত রোববার দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের শিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. আব্দুর রাজ্জাকের সমর্থক মো. নজরুল ইসলাম এ ঘটনায় অভয়নগর থানায় অভিযোগ দিয়েছেন।

এজাহারে নজরুল ইসলাম উল্লেখ করেন, ‘নির্বাচনে ফুটবল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মো. হাফিজুর রহমান বিজয়ী হন। এর পর রাত পৌনে ৮টার দিকে তাঁর প্রায় অর্ধ শতাধিক সমর্থক একসঙ্গে এসে আমার দোকান ঘরে ভাঙচুর চালান। এ সময় হামলাকারীরা দোকানে বসে থাকা আমার স্ত্রীকে মারধর এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে আমার বাড়িতে গিয়ে হামলা চালানো হয়।’

মো. নজরুল ইসলাম মামলার এজাহারে আরও বলেন, ‘আমার স্ত্রীকে মারধর করার সময় তাঁদের ঠেকাতে গেলে আমার দুই ছেলের বউকেও তাঁরা মারধর এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তাঁরা আমার ছেলেদের বউয়ের গলায় থাকা স্বর্ণের চেইনও লুট করে নিয়ে যান হাফিজুর রহমানের সমর্থকেরা।’

পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘নির্বাচনে আমাকে সমর্থন করার কারণেই হাফিজুর রহমানের লোকজন এ হামলা চালিয়েছে।’

এ বিষয়ে জয়ী ইউপি সদস্য মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনে পরাজিত হওয়ার কারণে আব্দুর রাজ্জাক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এমন ধরনের কোনো ঘটনা আমার কর্মীরা ঘটায়নি।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। তবে সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত