Ajker Patrika

ঘরে পণ্য তৈরি, স্বাবলম্বী নারী

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ৪১
ঘরে পণ্য তৈরি, স্বাবলম্বী নারী

ঠাকুরগাঁওয়ে ঘরে বসে পণ্য তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন নারীরা। যে কাজে সহযোগিতা করছে ‘ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে ঠাকুরগাঁও পৌরসভার কলেজপাড়া এলাকায়।

২০২০ সালে অনলাইন প্ল্যাটফর্মটির যাত্রা শুরু। এই গ্রুপটির মাধ্যমে শতাধিক নারী স্বাবলম্বী হয়ে উঠেছেন এবং এই গ্রুপের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৫৫ হাজার; যাঁরা নিয়মিত এই গ্রুপ থেকে কেনাকাটা করেন। ক্রেতারা এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধরনের কুশন, পাটজাত পণ্য, শোপিস, গায়ে হলুদের গয়না ইত্যাদি ক্রয় করে থাকেন।

গ্রামাঞ্চলের নারীরা ঘরে বসে এগুলো তৈরি করে তাঁরা স্বাবলম্বী হতে পারবেন, সেই মাধ্যমটা সানজিদা শারমিন সেতু তৈরি করে দিয়েছেন। তিনি অন্য নারীদের শেখাচ্ছেন। তা ছাড়া কাজের বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতাও করছেন। সেসঙ্গে পণ্যগুলোও বাজারজাতকরণের চেষ্টা করছেন সানজিদা।

সানজিদার এই সংগ্রামের গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে আরও একটি রূপকথা। সানজিদা সাধারণ নারীদের কথা ভেবে একটি বাসা ভাড়া নিয়ে প্রথমে ২০ জন নিয়ে স্বল্প পরিসরে কাজ শুরু করেন। এখন শতাধিক নারী এখান থেকে কাজ শিখছেন। ৪০ জন নারী নিয়ে তাঁর এই ছোট্ট কক্ষগুলোতে কোনো রকম কাজ করে আসছেন। প্রয়োজনীয় মেশিন ও তৈজসপত্রের স্বল্পতা থাকার পরও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

উদ্যোক্তা সানজিদা বলেন, ‘নারীদের কথা ভেবে শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে আসছি। অনলাইন-ভিত্তিক ফেসবুক গ্রুপ যেখানে ৫০ জনেরও বেশি নারী উদ্যোক্তা কাজ করেন। ১০ জন অসহায় নারী বিভিন্ন জিনিসপত্র তৈরি করে এখন স্বাবলম্বী।

এ বিষয়ে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা নিরঞ্জন কুমার বলেন, ‘আমরা সরকারিভাবে সানজিদা শারমিন সেতুকে সহযোগিতা করার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত