Ajker Patrika

ভোট কারচুপির অভিযোগ হেরে যাওয়া প্রার্থীর

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮: ৩৪
ভোট কারচুপির  অভিযোগ হেরে  যাওয়া প্রার্থীর

যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন এক প্রার্থী। গতকাল রোববার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের সদস্য পদপ্রার্থী শামসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে শামসুর রহমান উল্লেখ করেন, ‘ভোট সম্পন্ন হওয়ার পর গণনায় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনওয়ারুল ইসলাম আমার প্রতীক টিউবওয়েলে ভোট বেশি থাকা সত্ত্বেও কারচুপি করে আমাকে পরাজিত ঘোষণা করেন। এ কেন্দ্রে কোনো প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রিসাইডিং অফিসার আমার কোনো এজেন্টের স্বাক্ষর না নিয়ে ভয়ভীতি ও জোর জবরদস্তি করে আমাকে পরাজিত ঘোষণা করেন। এ মর্মে রিটার্নিং অফিসার কোনো অভিযোগ গ্রহণ করেননি।’

প্রিসাইডিং অফিসার আনওয়ারুল ইসলাম বলেন, ‘ইউপি নির্বাচনে ভোট গণনায় কোনো কারচুপি হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি তবে, অভিযোগটি ট্রাইব্যুনালে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত