ড. আনোয়ারুল করীম
নজরুল তখন জেলে। ‘আর কতকাল রইবি বেটি মাটির ঢেলার মূর্তি-আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল’ কবিতাটির জন্য এক বছরের জেল। তিনি যে জবানবন্দি দিয়েছিলেন, তা শুধু সত্য নয়, পরিণত হয়েছিল রীতিমতো সাহিত্যে। সেই জবানবন্দি ‘রাজবন্দির জবানবন্দি’ নামে ধ্রুপদি সাহিত্যের আখ্যা পেয়েছে।
একদিন জোড়াসাঁকো থেকে রবীন্দ্রনাথের ডাক এল পবিত্র গঙ্গোপাধ্যায়ের। তড়িঘড়ি গেলেন পবিত্র। রবীন্দ্রনাথ যা বললেন, তাতে রোমাঞ্চিত হলেন পবিত্র। রবীন্দ্রনাথ তাঁর লেখা ‘বসন্ত’ নাটকটি উৎসর্গ করেছেন নজরুলকে। সে বইটি পৌঁছে দেওয়া দরকার জেলখানায় নজরুলের হাতে। রবীন্দ্রনাথ পবিত্রকে বললেন, ‘তুমি পারবে?’
বিনা দ্বিধায় পবিত্র বললেন, ‘পারব।’
উৎসর্গ পৃষ্ঠায় লেখা ছিল, ‘শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু’। উৎসর্গপত্রের নিচে নিজে কালো কাঁচা কালির স্বাক্ষর দিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা খুব একটা খুশি হননি এতে। কিন্তু রবীন্দ্রনাথ তাঁদের দিকে তাকাননি।
পবিত্র জানতেন, জেলখানায় নজরুলের জন্য নিয়ে যেতে হবে মিষ্টিপান, জর্দা আর ভ্যাসলিন। এসব নিয়ে আলিপুর কেন্দ্রীয় জেলখানায় গেলেন পবিত্র। লোহার বেড়ার ওপর থেকে নজরুল চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, ‘সব এনেছিস তো?’
পবিত্র হাসলেন। নজরুল এখনো জানেনই না, কী উপহার তিনি নিয়ে এসেছেন। তাই বললেন, ‘তোর জন্য কবিকণ্ঠের মালা এনেছি’ বলে রবীন্দ্রনাথের লেখা ‘বসন্ত’ বইটি তিনি দিলেন নজরুলকে।
নজরুল ভাবলেন, রবীন্দ্রনাথের ‘বসন্ত’ কাব্যনাট্য নিয়ে এসেছে বলেই পবিত্র বুঝি কবিয়ানা করছে।
‘এই দ্যাখ!’ বলে উৎসর্গপত্রটি মেলে ধরলেন পবিত্র। সেখানে ছাপার অক্ষরে লেখা উৎসর্গপত্র আর কাঁচা কালিতে রবীন্দ্রনাথের স্বাক্ষর দেখে অভিভূত হয়ে গেলেন নজরুল!
সূত্র: ড. আনোয়ারুল করীম, নজরুল: তার সমকালে, পৃষ্ঠা ২৩০-২৩১
নজরুল তখন জেলে। ‘আর কতকাল রইবি বেটি মাটির ঢেলার মূর্তি-আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল’ কবিতাটির জন্য এক বছরের জেল। তিনি যে জবানবন্দি দিয়েছিলেন, তা শুধু সত্য নয়, পরিণত হয়েছিল রীতিমতো সাহিত্যে। সেই জবানবন্দি ‘রাজবন্দির জবানবন্দি’ নামে ধ্রুপদি সাহিত্যের আখ্যা পেয়েছে।
একদিন জোড়াসাঁকো থেকে রবীন্দ্রনাথের ডাক এল পবিত্র গঙ্গোপাধ্যায়ের। তড়িঘড়ি গেলেন পবিত্র। রবীন্দ্রনাথ যা বললেন, তাতে রোমাঞ্চিত হলেন পবিত্র। রবীন্দ্রনাথ তাঁর লেখা ‘বসন্ত’ নাটকটি উৎসর্গ করেছেন নজরুলকে। সে বইটি পৌঁছে দেওয়া দরকার জেলখানায় নজরুলের হাতে। রবীন্দ্রনাথ পবিত্রকে বললেন, ‘তুমি পারবে?’
বিনা দ্বিধায় পবিত্র বললেন, ‘পারব।’
উৎসর্গ পৃষ্ঠায় লেখা ছিল, ‘শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু’। উৎসর্গপত্রের নিচে নিজে কালো কাঁচা কালির স্বাক্ষর দিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা খুব একটা খুশি হননি এতে। কিন্তু রবীন্দ্রনাথ তাঁদের দিকে তাকাননি।
পবিত্র জানতেন, জেলখানায় নজরুলের জন্য নিয়ে যেতে হবে মিষ্টিপান, জর্দা আর ভ্যাসলিন। এসব নিয়ে আলিপুর কেন্দ্রীয় জেলখানায় গেলেন পবিত্র। লোহার বেড়ার ওপর থেকে নজরুল চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, ‘সব এনেছিস তো?’
পবিত্র হাসলেন। নজরুল এখনো জানেনই না, কী উপহার তিনি নিয়ে এসেছেন। তাই বললেন, ‘তোর জন্য কবিকণ্ঠের মালা এনেছি’ বলে রবীন্দ্রনাথের লেখা ‘বসন্ত’ বইটি তিনি দিলেন নজরুলকে।
নজরুল ভাবলেন, রবীন্দ্রনাথের ‘বসন্ত’ কাব্যনাট্য নিয়ে এসেছে বলেই পবিত্র বুঝি কবিয়ানা করছে।
‘এই দ্যাখ!’ বলে উৎসর্গপত্রটি মেলে ধরলেন পবিত্র। সেখানে ছাপার অক্ষরে লেখা উৎসর্গপত্র আর কাঁচা কালিতে রবীন্দ্রনাথের স্বাক্ষর দেখে অভিভূত হয়ে গেলেন নজরুল!
সূত্র: ড. আনোয়ারুল করীম, নজরুল: তার সমকালে, পৃষ্ঠা ২৩০-২৩১
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫