বগুড়া প্রতিনিধি
বগুড়ায় এক সপ্তাহের ব্যবধানে বাজার পরিস্থিতি বদলায়নি। বেশির ভাগ দ্রব্যের দাম অপরিবর্তিত রয়েছে। তবে পেঁয়াজের দাম কমে আগের অবস্থানে ফিরেছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় বেশি দাম দিয়ে কিনছেন দোকানিরা। তাই বেশি টাকায় তাঁরা বিক্রি করছেন বলে জানিয়েছেন।
গতকাল শুক্রবার বগুড়া শহরের রাজাবাজার, পীরগাছা, পল্লীমঙ্গল, যশোপাড়া বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির দাম গত সপ্তাহের মতো একই রকম আছে। তবে পেঁয়াজের দাম কমেছে। মান ভেদে প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে সর্বনিন্ম ২৫ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।
পল্লীমঙ্গল হাটের সবজি বিক্রেতা আলামিন বলেন, বাজারে নতুন পেঁয়াজ এসেছে। তাই দাম কমতে শুরু করেছে।
বাজারে মানভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২ টাকা কেজি। শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। কাঁচা মরিচের দাম ৬০ থেকে ৭০ টাকা কেজি। গত সপ্তাহে এগুলোর দাম একই রকম ছিল।
সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি গাজর এখনো বিক্রি হচ্ছে ৩০ টাকায়। একটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকায়, ফুলকপির দাম হয়েছে ২০ থেকে ৩০ টাকা প্রতিটি। টমেটো ৩০ টাকা কেজি।
এ ছাড়া বেগুন কেজিতে বিক্রি হচ্ছে ৩০ টাকা এবং করলা ১০০ থেকে ১২০ টাকা কেজিতে। গত সপ্তাহে দাম একই রকম ছিল। দাম বেড়েছে সব রকম শাকের। ডাঁটাশাক ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লালশাকের দাম ৪০ থেকে ৫০ টাকা কেজি।
পীরগাছা হাটের সবজি ব্যবসায়ী সৌরভ ইসলাম বলেন, গরমকালে সবজির সরবরাহ কম থাকে। তাই দাম একটু বাড়তিই থাকবে এই সিজনে।
এদিকে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮০ থেকে ১৯০ টাকা। খোলা তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকায়।
কমেনি সরিষার তেলের দামও। প্রতি কেজি সরিষার তেলের দাম এখন ২০০ টাকা। গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে খোলা সয়াবিন তেল।
ডালের দাম অপরিবর্তিত আছে। মসুর ডাল (মোটা) বিক্রি হচ্ছে ১০০ টাকা এবং (চিকন) ডালের দাম ১২০ টাকা কেজি। বুটের ডাল গত সপ্তাহের মতোই ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আটার (প্যাকেটজাত) কেজি বিক্রি হচ্ছে ৩৮ টাকায়।
দাম কমেনি গরুর মাংস এবং পোলট্রি মুরগিরও। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিতে। দুই সপ্তাহ আগে যার দাম ছিল ৫৫০ টাকা। আর পোলট্রি মুরগির দাম প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা।
পল্লীমঙ্গল বাজারে আসা সবজির ক্রেতা ফারুক মণ্ডল বলেন, ‘বাজারে জিনিসপত্রের যা দাম, তাতে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের খুব খারাপ অবস্থা। সাধারণভাবে জীবনযাপনও কঠিন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে না খেয়ে থাকতে হবে অনেকেরই।’
পল্লীমঙ্গল বাজারের মুদিদোকানি আপেল মিয়া বলেন, ‘সয়াবিন তেলের সরবরাহ কম। দাম বেশি দিয়েই কিনি আমরা। বেচতেও হয় বেশি টাকায়।’
যশোপাড়া বাজারের পোলট্রি মুরগির বিক্রেতা স্বপন বলেন, মুরগির বাচ্চা, খাবার এবং ওষুধের দাম বেশি হওয়ায় মুরগির দাম বেড়েছে।
বগুড়ায় এক সপ্তাহের ব্যবধানে বাজার পরিস্থিতি বদলায়নি। বেশির ভাগ দ্রব্যের দাম অপরিবর্তিত রয়েছে। তবে পেঁয়াজের দাম কমে আগের অবস্থানে ফিরেছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় বেশি দাম দিয়ে কিনছেন দোকানিরা। তাই বেশি টাকায় তাঁরা বিক্রি করছেন বলে জানিয়েছেন।
গতকাল শুক্রবার বগুড়া শহরের রাজাবাজার, পীরগাছা, পল্লীমঙ্গল, যশোপাড়া বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির দাম গত সপ্তাহের মতো একই রকম আছে। তবে পেঁয়াজের দাম কমেছে। মান ভেদে প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে সর্বনিন্ম ২৫ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।
পল্লীমঙ্গল হাটের সবজি বিক্রেতা আলামিন বলেন, বাজারে নতুন পেঁয়াজ এসেছে। তাই দাম কমতে শুরু করেছে।
বাজারে মানভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২ টাকা কেজি। শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। কাঁচা মরিচের দাম ৬০ থেকে ৭০ টাকা কেজি। গত সপ্তাহে এগুলোর দাম একই রকম ছিল।
সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি গাজর এখনো বিক্রি হচ্ছে ৩০ টাকায়। একটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকায়, ফুলকপির দাম হয়েছে ২০ থেকে ৩০ টাকা প্রতিটি। টমেটো ৩০ টাকা কেজি।
এ ছাড়া বেগুন কেজিতে বিক্রি হচ্ছে ৩০ টাকা এবং করলা ১০০ থেকে ১২০ টাকা কেজিতে। গত সপ্তাহে দাম একই রকম ছিল। দাম বেড়েছে সব রকম শাকের। ডাঁটাশাক ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লালশাকের দাম ৪০ থেকে ৫০ টাকা কেজি।
পীরগাছা হাটের সবজি ব্যবসায়ী সৌরভ ইসলাম বলেন, গরমকালে সবজির সরবরাহ কম থাকে। তাই দাম একটু বাড়তিই থাকবে এই সিজনে।
এদিকে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮০ থেকে ১৯০ টাকা। খোলা তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকায়।
কমেনি সরিষার তেলের দামও। প্রতি কেজি সরিষার তেলের দাম এখন ২০০ টাকা। গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে খোলা সয়াবিন তেল।
ডালের দাম অপরিবর্তিত আছে। মসুর ডাল (মোটা) বিক্রি হচ্ছে ১০০ টাকা এবং (চিকন) ডালের দাম ১২০ টাকা কেজি। বুটের ডাল গত সপ্তাহের মতোই ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আটার (প্যাকেটজাত) কেজি বিক্রি হচ্ছে ৩৮ টাকায়।
দাম কমেনি গরুর মাংস এবং পোলট্রি মুরগিরও। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিতে। দুই সপ্তাহ আগে যার দাম ছিল ৫৫০ টাকা। আর পোলট্রি মুরগির দাম প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা।
পল্লীমঙ্গল বাজারে আসা সবজির ক্রেতা ফারুক মণ্ডল বলেন, ‘বাজারে জিনিসপত্রের যা দাম, তাতে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের খুব খারাপ অবস্থা। সাধারণভাবে জীবনযাপনও কঠিন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে না খেয়ে থাকতে হবে অনেকেরই।’
পল্লীমঙ্গল বাজারের মুদিদোকানি আপেল মিয়া বলেন, ‘সয়াবিন তেলের সরবরাহ কম। দাম বেশি দিয়েই কিনি আমরা। বেচতেও হয় বেশি টাকায়।’
যশোপাড়া বাজারের পোলট্রি মুরগির বিক্রেতা স্বপন বলেন, মুরগির বাচ্চা, খাবার এবং ওষুধের দাম বেশি হওয়ায় মুরগির দাম বেড়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫