Ajker Patrika

রাস্তায় ভাঙন, জনদুর্ভোগ

ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর) 
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৬
রাস্তায় ভাঙন, জনদুর্ভোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা থেকে মিরুখালী হয়ে আমুয়া পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের রাস্তার দুই স্থানে ভেঙে গেছে। এ কারণে ৫ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। এতে সড়কটিতে গত দুই সপ্তাহ ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, অমাবস্যায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে পানির চাপে রাস্তাটির বাদুরা বাজার থেকে মিরুখালী বাজার পর্যন্ত অংশে রাস্তার নিচ দিয়ে ৫-৬টি চালার সৃষ্টি হয়। এসব চালা দিয়ে পানি চলাচল করতে দুই স্থানে রাস্তা ভেঙে গিয়ে খালে পরিণত হয়েছে। অন্য চালাগুলোও যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাস্তা ভেঙে যাওয়ায় স্থানীয় ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। রাস্তাটির ভাঙা স্থানে সুপারি গাছ ও লোহার বিম দিয়ে ওয়াহেদাবাদ, মিরুখালী, বাদুরা, ছোটহারজী ও চালিতাবুনিয়া এলাকার ১০ হাজার মানুষ পারাপার হচ্ছেন।

ইজিবাইক চালক রোহান হাওলাদার বলেন, ‘রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ থাকায় গত ১২-১৩ দিন ধরে ইজিবাইক চালাতে সমস্যা হচ্ছে। এতে আয়-উপার্জন বন্ধ হয়ে আমার মতো অনেক চালক পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। দ্রুত রাস্তাটি মেরামত করলে এলাকার মানুষের উপকার হতো।’

উত্তর মিরুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ও বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ আল মামুন জানান, করোনার কারণে দীর্ঘ ছুটির পর বিদ্যালয় খুললেও রাস্তা ভেঙে যাওয়ায় শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না।

স্থানীয় গ্রাম-পুলিশ শাহ আলম জানান, পার্শ্ববর্তী লোকজন নিয়ে ভাঙা স্থানে সুপারি গাছ ও লোহার বিম দিয়ে লোকজন চলাচলের উপযোগী করা হয়েছে। যা দিয়ে ছোট ছোট বাচ্চাদের চলাচল ঝুঁকিপূর্ণ।

বেগম শেখ ফজিলাতুন্নেসা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতি বছর বর্ষা মৌসুমে রাস্তাটি কয়েক জায়গা থেকে ভেঙে খালে পরিণত হয়। এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।’

মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ খান বলেন, ‘চলতি বছরেই রাস্তাটি কয়েকবার ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়। আমি একবার ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছি। এবার খালে পরিণত হয়েছে। স্থায়ী সমাধানের জন্য ভেঙে যাওয়া স্থানে কালভার্ট নির্মাণ করতে হবে।’

এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আলী আকবর জানান, রাস্তার ভাঙা অংশের মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত