Ajker Patrika

নির্বাচনী হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১১: ০২
নির্বাচনী হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

মানিকগঞ্জের হরিরামপুরে আজিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচন কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে।

গতকাল শনিবার হরিরামপুর থানায় এ মামলা করা হয়। এর আগে গত শুক্রবার আজিমনগরের জালালদি গ্রামে এ সংঘর্ষ হয়।

গতকাল মোরগ প্রতীকের ইউপি সদস্য প্রার্থী সামসুদ্দিন সর্দারের পক্ষে মামলা করেন তাঁর ছেলে মো. রাজীব আহাম্মেদ। এতে ১৫ জনকে আসামি করা হয়েছে। আর একই ওয়ার্ডের ফুটবল প্রতীকের সদস্য প্রার্থী মান্নান জমাদ্দারের পক্ষে মামলা করেছেন তাঁর সমর্থক মনসুর চৌকদার। এ মামলাতেও ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে মো. রাজীব আহাম্মেদ বলেন, ‘আমার বাবার নির্বাচনী প্রচারের সময় পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করে। পরে আবার তাঁরা (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) আমাদের নামে মামলাও করেছে।’

অপরদিকে, আরেক মামলার বাদী মনসুর চৌকদার মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। শনিবার বিকেলে মামলা নথিভুক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত