Ajker Patrika

কুষ্টিয়ায় সহিংসতা রোধ ও বিচারের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ২৮
কুষ্টিয়ায় সহিংসতা রোধ ও বিচারের দাবি

দেশে সম্প্রতি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার সুষ্ঠু বিচার ও সহিংসতা রোধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের থানা মোড়ে এ মানববন্ধন হয়। এ সময় মানববন্ধন থেকে সাম্প্রদায়িক সহিংসতা রোধে ৬ দফা সুপারিশ করা হয়।

কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, সহসভাপতি মিজানুর রহমান লাকী, সদস্য নজরুল ইসলাম, ড. সরওয়ার মুর্শেদ, আসমা আনসারী মীরু।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বজনের সমন্বয়ক মো. গোলাম মোস্তফা অন্তু, সহ-সমন্বয়ক কে. এম. তারিক ইবনে আমিন (লিংকন), সুভাশীষ সাহা খোকন, মো. গোলাম রাব্বানী (বাপ্পী) প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় সকল ধর্মের মানুষের আত্মত্যাগের জন্যই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। যেখানে সকল ধর্মের মানুষের সমান সুযোগ-সমান অধিকার নিশ্চিত হবে।’

মানববন্ধনে সাম্প্রদায়িক সহিংসতা রোধে উল্লেখিত দফাগুলি হলো ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে ট্রাইব্যুনালে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি, সহিংস ঘটনার যেন বিস্তৃতি না ঘটে সে জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তাৎক্ষণিক জোরালো পদক্ষেপ গ্রহণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত