Ajker Patrika

আমন নিয়ে বিপাকে কৃষক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ০২
আমন নিয়ে বিপাকে কৃষক

কমলগঞ্জ উপজেলায় নিম্নচাপের প্রভাবে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা। বৃষ্টির কারণে অনেক কৃষক জমি থেকে শেষ সময় আমন ধান কাটতে না পারায় লোকসানের শঙ্কায় রয়েছেন।

কৃষকেরা জানান, এখন আমন ধান কেটে ঘরে তোলার সময়। কিন্তু নিম্নচাপের কারণে গেল তিন দিনের বৃষ্টিতে ধান কাটা, মাড়াই, ধান শুকানোতে অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণে তাঁদের খেতের আমন পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। শুধু আমন ধান নয় রবি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। কৃষকেরা প্রায় ষাট শতাংশ ধান ঘরে তুলেছেন। এ ছাড়াও ১ হাজার ৫৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজি ও ৫২৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে ধানের তেমন ক্ষতি না হলেও তবে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে সবজির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কৃষক শাকের আলী বলেন, ‘আমি ৪ একর জমির মধ্যে ২ একর আমন ধান ঘরে তুলেছি। আরও দুই একর জমির ধান কাটা বাকি রয়েছে। বৃষ্টির কারণে গেল দুই দিন ধরে ধান ঘরে তুলতে পারছি না। এমন অবস্থায় লোকসানের আশঙ্কায় রয়েছি।’

পতনঊষার ইউনিয়নের কৃষক হেলাল উদ্দিন বলেন, ‘এক একর জমির ধান মাড়াই করেছি কিন্তু বৃষ্টির জন্য বাড়িতে আনতে পারেনি। এ রকম যদি আরও কয়েক দিন বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে।’

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বলেন, বৃষ্টির কারণে আমন ধানের তেমন কোনো ক্ষতি হবে না। অতিরিক্ত ভারী বৃষ্টি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন এইরকম বৃষ্টি হতে পারে। এ ছাড়াও বৃষ্টির সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত