Ajker Patrika

নিজের অভিধান

সম্পাদকীয়
আপডেট : ২১ জুলাই ২০২২, ১০: ৫৪
নিজের অভিধান

ইসমত চুঘতাইকে সামনাসামনি যাঁরা দেখেছেন, তাঁরা জানেন তাঁর কলম ও মুখ ছিল সমান ধারালো। লিখতে শুরু করলে শব্দগুলো যেন কলম থেকে বের হওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকত।

খুব দ্রুত কাজ করতেন তিনি। তাতে লেখার সময় বানানও ভুল হতো কিছু। কিন্তু বাচ্চার ফ্রক সেলাই করার সময় তিনি যেন অন্য মানুষ। সবদিক মেপে একেবারে পাকা দরজির মতো ফ্রক সেলাই করতেন তিনি।

সাদত হাসান মান্টো আর ইসমত চুঘতাই—দুজনই ছিলেন অসহনশীল। ফলে সামনাসামনি দেখা হলে প্রতিটা কথাতেই ঝগড়া বেধে যেতে পারত। কিন্তু কী অদ্ভুত ব্যাপার, বহুদিন তাঁরা কথাবার্তা বলেছেন, কিন্তু একবার মাত্র তাঁদের বিতর্ক উত্তপ্ত হয়ে উঠেছিল।

সেবার ইসমত ও তাঁর স্বামী শাহেদের আমন্ত্রণে স্ত্রী সাফিয়াকে নিয়ে সাদত হাসান মান্টো এসেছেন তাঁদের বাড়িতে। সে বাড়িটি ছিল বোম্বের উপকণ্ঠে। রাতের খাবারের পর শাহেদ বললেন, ‘মান্টো, তোমার লেখায় এখনো প্রচুর ভুল থাকে।’

মান্টো বললেন, ‘হতেই পারে না।’

রাত দেড়টা পর্যন্ত মান্টো মানলেন না যে তাঁর লেখায় ভুল থাকে। রাত দুটোর দিকে ইসমত এসে স্বামীর পক্ষ নিলেন। তর্ক জমে উঠল। এ সময় কোনো এক কথা বলতে গিয়ে ইসমত ‘দস্তদরাজী’ শব্দটা উচ্চারণ করলেন। এবার মওকা পেয়ে গেলেন মান্টো। বললেন, ‘এ রকম কোনো শব্দ নেই। শব্দটা হলো “দরাজদস্তি”।’ রাত তিনটা বাজল। ইসমত তাঁর ভুল স্বীকার করলেন না। মান্টোর স্ত্রী ততক্ষণে শুয়ে পড়েছেন। শাহেদ তখন পাশের ঘর থেকে একটা অভিধান নিয়ে এলেন। সেখানে ‘দস্তদরাজী’ শব্দ খুঁজে পাওয়া গেল না। কিন্তু ‘দরাজদস্তি’ শব্দটা ছিল।

ততক্ষণে ভোরের জানান দিচ্ছে মোরগ। ইসমত অভিধানটা ছুড়ে ফেলে দিয়ে বললেন, ‘যখন আমি নিজে অভিধান তৈরি করব, তখন সত্যিকার শুদ্ধ শব্দ দস্তদরাজী থাকবে তাতে। দরাজদস্তি কোনো শব্দ হলো, যত সব!’

সূত্র: সাদত হাসান মান্টো, গাঞ্জে ফেরেশতে, পৃষ্ঠা ১৭৭–১৭৮

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত