Ajker Patrika

শোভার চিকিৎসক হওয়ারস্বপ্ন কি পূরণ হবে?

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ৪৬
শোভার চিকিৎসক হওয়ারস্বপ্ন কি পূরণ হবে?

শোভা আক্তার। এবার জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে সে। এর আগে জেএসসি পরীক্ষাতেও সে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

চিকিৎসক হওয়ার অদম্য ইচ্ছে থেকেই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েছে শোভা। কিন্তু সংসারের অসচ্ছলতা তার সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে এইচএসসিতে মানবিক বিভাগে ভর্তির জন্য জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজসহ পাঁচটি কলেজের পছন্দ তালিকা দিয়েছে।

শোভা আক্তারের বাবা আব্দুর রহমান মণ্ডল জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনিই ওই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সংসার। বসবাস করার তিন শতক জায়গাই তাদের সম্পত্তি।

অন্যের ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নিয়ে সংসার চালান তিনি। মালিককে প্রতিদিন ভাড়া দিতে হয় ৩০০ টাকা। প্রতিদিন রোজগার হয় সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা। ভাড়ার খরচ বাদ দিয়ে প্রতিদিন রোজগার হয় ১০০ থেকে ১৫০ টাকা। চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য প্রতিদিন গড়ে খরচ হয় ১০০ টাকা।

এ বিষয়ে শোভা আক্তার বলে, ‘সংসারের যখন এই অবস্থা তখন এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনার কথা ভাবতে পারি না। বিজ্ঞান বিভাগে পড়ে ভালো ফল করতে হলে পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান প্রাইভেট পড়া দরকার। কিন্তু সেই টাকা আসবে কোথা থেকে। তাই মানবিক বিভাগে ভর্তির আবেদন করেছি।’

শোভা আক্তারের মা সাবিনা ইয়াসমিন জানান, এসএসসি পরীক্ষার আগে একটি এনজিও থেকে ১২ হাজার টাকা ঋণ তুলেছিলেন। সেই টাকায় পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান প্রাইভেট পড়েছে সে। সেই ঋণের কিস্তির জন্য প্রতি সপ্তাহে গুনতে হয়েছে ৪৫০ টাকা। এতে স্বামীকে দিনরাত পরিশ্রম করতে হয়েছে। এইচএসসিতে প্রাইভেট পড়ার জন্য অনেক টাকার প্রয়োজন। যার জোগান দেওয়া তাঁদের মতো দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি কোনো সংস্থা বা সমাজের হৃদয়বান মানুষের একটু সহযোগিতা পেলে শোভা আক্তারের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পথ অনেকটাই সুগম হতো।

কোমরগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হক মাসুম আজকের পত্রিকাকে জানান, শোভা আক্তার অত্যন্ত মেধাবী ছাত্রী। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত