Ajker Patrika

চেয়ারম্যানসহ ৯৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৪
চেয়ারম্যানসহ ৯৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮

নীলফামারীর কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভোটকেন্দ্রে সহিংসতায় বিজিবি সদস্যের নিহতের ঘটনায় মামলা হয়েছে।

গত সোমবার রাত সোয়া ১২টায় পরাজিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিককে প্রধান আসামি ও আরও ৯৫ জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায়।

মামলার তথ্য নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, মামলায় আটজনকে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পশ্চিম দলিরাম গ্রামের আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, যাদু মিয়া, মজনু মিয়া, শরিফুল ইসলাম, ফরহাদ হোসেন, মো. নিশাদ ও মো. নিরব।

কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক গুলনাহার বেগম আজকের পত্রিকাকে জানান, প্রধান আসামিসহ জড়িত সবাইকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে গত রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণার পর গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দলিরাম মাঝাপাড়া ভোটকেন্দ্রে সহিংসতার এ ঘটনা ঘটে।

ওই সময় আত্মরক্ষায় বিজিবি সদস্য রুবেল কেন্দ্রের একটি কক্ষে আশ্রয় নিলে বিক্ষুব্ধরা তাঁকে পিটিয়ে হত্যা করে। এ সময় তাঁরা পুলিশের গাড়ি ও ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টাও চলান। আত্মরক্ষায় তখন কয়েক রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত