Ajker Patrika

অনুমতি ছাড়াই মেলা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১০: ৫৮
অনুমতি ছাড়াই মেলা

মহামারি করোনা বিস্তার রোধে আবারও সারা দেশে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে এ বিধিনিষেধ উপেক্ষা করে মাগুরার মহম্মদপুর উপজেলার কেরিনগর গ্রামে চলছে দুই দিনব্যাপী বার্ষিকী ঘোড়দৌড় মেলা।

গতকাল রোববার প্রথম দিন মূল মেলার আকর্ষণ ছিল ঘোড়দৌড় মেলা। সে উপলক্ষে এক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। আগামীকাল বসবে বাসী মেলা। তবে এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রশাসন কিছু জানে না বলে জানা গেছে।

উপজেলার বাবুখালী ইউনিয়নের কেরিনগর হাইস্কুল মাঠে বসেছে এই বার্ষিকী ঘোড়দৌড় মেলা। মেলায় সকাল থেকে লোকসমাগম কম দেখা গেলেও বিকেলে ঘোড়দৌড় উপলক্ষে করোনার পথ মাড়িয়ে দর্শনার্থীদের ঢল নামে মেলায়। রাতের বেলায়ও মেলা ছিল পুরো জমজমাট।

গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, রাজনৈতিক কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠান যেখানে লোকসমাগম হয়, এমনটি করা থেকে নিষেধ করা হয়েছে। সেই নির্দেশনা অমান্য করে মেলায় বিপুলসংখ্যক লোক সমাগম ঘটানো হয়েছে। স্বাস্থ্যবিধি অমান্য করে সেখানে জড়ো হয় হাজার হাজার দর্শনার্থী। সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম করে মেলার আয়োজন করায় করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাবে বলে মনে করেন সচেতন মহল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বার্ষিকী ঘোড়দৌড় মেলা উপলক্ষে কেরিনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এতে স্বাস্থ্যবিধি অমান্য করে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন মেলা প্রাঙ্গণে। কেরিনগর গ্রামসহ আশপাশের আট থেকে দশটি গ্রামের মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। হাজার হাজার মানুষের মধ্যে নেই করোনার স্বাস্থ্য সচেতনতা।

বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, ‘বার্ষিকী মেলা হওয়ায় আগেই মেলার দিন ধার্য করা ছিল। বিভিন্ন দোকানি মেলার আগেই দোকান নিয়ে মেলামাঠে বসে গিয়েছে। মিষ্টি দোকানিরা অনেক মিষ্টি নিয়ে মেলায় এসেছে। পরে সেটা দেখে আমি আর তাঁদের চাপ দেইনি।’

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল আজকের পত্রিকাকে বলেন, ‘এই মহামারিতে মেলার অনুমতি প্রশ্নই ওঠে না। প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছে। এ বিষয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত