হোসেন রায়হান, পঞ্চগড়
পঞ্চগড়ে দুই সপ্তাহ ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন; বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার পাথর ও চা-শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছেন। মহানন্দার বুক থেকে পাথর তুলে সংসার চালান উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ। কিন্তু তীব্র শীতে নদীতে নামতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের এসব মানুষ।
তেঁতুলিয়া উপজেলার মহানন্দাপারে বাড়ি আশরাফুলের। হাতে লম্বা রড, মোটর গাড়ির ফুলানো টিউব, ঢাকি এবং পাথর চালনি। মহানন্দার ঠান্ডা পানিতে শরীরের পুরো অংশ ডুবিয়ে সংগ্রহ করেন নুড়ি পাথর। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মহানন্দায় নেমে পড়েন পাথর সংগ্রহের কাজে। একটানা সন্ধ্যা পর্যন্ত সংগ্রহ করেন ৮ থেকে ১০ সিএফটি পাথর, যার মূল্য ৪০০ টাকা। এই টাকা দিয়েই চলে আশরাফুলের ছয় সদস্যের সংসার। সপ্তাহখানেক ধরে কাজে এসে নদীর পাড়ে অপেক্ষায় বসে থাকেন সূর্যের উত্তাপ বাড়ার আশায়। কিন্তু দুই সপ্তাহ ধরে সেভাবে মিলছে না সূর্যের দেখা। মাঝেমধ্যে দেখা দিলেও নেই কাঙ্ক্ষিত উত্তাপ। এতে নদীতে নামার সাহস পাচ্ছেন না পাথরশ্রমিকেরা। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে তাঁদের। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ার ওপর দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। এই নদী থেকে নুড়ি পাথর সংগ্রহ করেই জীবিকা চালান উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ। বছরের পুরো সময়েই চলে পাথর সংগ্রহের কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানন্দার বুক চিরে কোথাও কোমরপানি, কোথাও হাঁটুপানিতে গা ভাসিয়ে পাথর সংগ্রহের কাজ করেন নিম্ন আয়ের এসব মানুষ। এলাকায় ভারী কোনো শিল্প না থাকায় পাথর সংগ্রহ করেই চলে তাঁদের জীবিকা। কিন্তু প্রতিবছর শীতের মৌসুমে বিপাকে পড়তে হয় তাঁদের। তীব্র শীতে বরফের মতো ঠান্ডা হয়ে যায় নদীর পানি। পাথর সংগ্রহের কাজে নামতে পারেন না শ্রমিকেরা। এ ছাড়া সরকারিভাবে খাদ্য সহায়তার আকুতি জানিয়েছেন পাথরশ্রমিকেরা।
পঞ্চগড়ে দুই সপ্তাহ ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন; বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার পাথর ও চা-শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছেন। মহানন্দার বুক থেকে পাথর তুলে সংসার চালান উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ। কিন্তু তীব্র শীতে নদীতে নামতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের এসব মানুষ।
তেঁতুলিয়া উপজেলার মহানন্দাপারে বাড়ি আশরাফুলের। হাতে লম্বা রড, মোটর গাড়ির ফুলানো টিউব, ঢাকি এবং পাথর চালনি। মহানন্দার ঠান্ডা পানিতে শরীরের পুরো অংশ ডুবিয়ে সংগ্রহ করেন নুড়ি পাথর। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মহানন্দায় নেমে পড়েন পাথর সংগ্রহের কাজে। একটানা সন্ধ্যা পর্যন্ত সংগ্রহ করেন ৮ থেকে ১০ সিএফটি পাথর, যার মূল্য ৪০০ টাকা। এই টাকা দিয়েই চলে আশরাফুলের ছয় সদস্যের সংসার। সপ্তাহখানেক ধরে কাজে এসে নদীর পাড়ে অপেক্ষায় বসে থাকেন সূর্যের উত্তাপ বাড়ার আশায়। কিন্তু দুই সপ্তাহ ধরে সেভাবে মিলছে না সূর্যের দেখা। মাঝেমধ্যে দেখা দিলেও নেই কাঙ্ক্ষিত উত্তাপ। এতে নদীতে নামার সাহস পাচ্ছেন না পাথরশ্রমিকেরা। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে তাঁদের। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ার ওপর দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। এই নদী থেকে নুড়ি পাথর সংগ্রহ করেই জীবিকা চালান উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ। বছরের পুরো সময়েই চলে পাথর সংগ্রহের কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানন্দার বুক চিরে কোথাও কোমরপানি, কোথাও হাঁটুপানিতে গা ভাসিয়ে পাথর সংগ্রহের কাজ করেন নিম্ন আয়ের এসব মানুষ। এলাকায় ভারী কোনো শিল্প না থাকায় পাথর সংগ্রহ করেই চলে তাঁদের জীবিকা। কিন্তু প্রতিবছর শীতের মৌসুমে বিপাকে পড়তে হয় তাঁদের। তীব্র শীতে বরফের মতো ঠান্ডা হয়ে যায় নদীর পানি। পাথর সংগ্রহের কাজে নামতে পারেন না শ্রমিকেরা। এ ছাড়া সরকারিভাবে খাদ্য সহায়তার আকুতি জানিয়েছেন পাথরশ্রমিকেরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪