Ajker Patrika

১৯ ইউপিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১০: ৫৩
১৯ ইউপিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

পটুয়াখালীতে আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ১৯ ইউপিতে গতকাল বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পটুয়াখালী নির্বাচন অফিসের হল রুমে প্রতীক বরাদ্দের এ ঘোষণা দেওয়া হয়।

জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ সফিকুল হক বলেন, ‘আগামী ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ। জেলার ১৯টি ইউপিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ সমর্থিত ১৯ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশ সমর্থিত ১৯ জন ও স্বতন্ত্র ৪৯ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।’

সৈয়দ সফিকুল আরও বলেন, ‘এ ছাড়া সংরক্ষিত আসনে ১৯৮ জন ও ওয়ার্ড সদস্য পদে ৬২৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত