Ajker Patrika

সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ৪৪
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মিছিল হয়েছে। গত শুক্রবার বিকেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জোট, সাতক্ষীরার আয়োজনে এসব কর্মসূচি পালন হয়।

মিছিলটি সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহানা মুহিদ বুলু, স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব দত্ত, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, খুলনা জেলা সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক বরুণ মণ্ডল, সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার সদস্য ও সংগীত শিল্পী চৈতালি মুখার্জি, জেলা হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক ডাঃঅসীম বিশ্বাস, জেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠুন ব্যানার্জি, সনাতন ধর্মীয় যুব সংঘের সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ, সুজয় মজুমদার, দেবব্রত অধিকারী, সুজন বিশ্বাস, মোহন বিশ্বাস, অনুপম চক্রবর্তী, তন্ময় মণ্ডল, ধ্রুব নীল সরকার, প্রতিম বিশ্বাস, বাদল সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে জঙ্গিবাদ একমাত্র বাধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের মূলোৎপাটনের মাধ্যমে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে পাকিস্তানি মদদপুষ্ট জঙ্গিদের অংশগ্রহণে ঢাকায় ২১ আগস্ট গ্রেনেড হামলা, ২৬ নভেম্বর মুম্বাই বোমা হামলাসহ দেশ বিদেশের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জেগে ওঠার আহ্বান জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত