ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। ক্লাস-পরীক্ষা শুরুর প্রথম দিনেই মধুর ক্যানটিনে মুখোমুখি অবস্থান করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদল। এ নিয়ে গতকাল রোববার পুরো ক্যাম্পাস ছিল উত্তপ্ত।
ক্লাস ও পরীক্ষা চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শঙ্কা ও উৎকণ্ঠাও বিরাজ করেছে। তারপরও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যানটিনে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সেখানে জড়ো হয়ে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মধুর ক্যানটিনে প্রবেশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা। এ সময় তাঁরাও পাল্টা স্লোগান দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় মধুর ক্যানটিনে ছাত্রদলের কিছু কর্মী ঢুকতে পারলেও বেশির ভাগ নেতা-কর্মী ঢুকতে পারেননি। ছাত্রদল ঢুকতে চাইলে ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ‘সন্ত্রাসীদের আস্তানা, এ বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে ছাত্রলীগ। পরবর্তী সময়ে ছাত্রদলের নেতা-কর্মীরা মধুর ক্যানটিন থেকে বের হয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাকসের (ডাস) সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা এখন থেকে নিয়মিত মধুর ক্যানটিনে বসব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য।’
মধুর ক্যানটিনে ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার এবং বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতারা।
অন্য দিকে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্যসচিব আমান উল্লাহ আমানসহ তিন শতাধিক নেতা-কর্মী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান আমরা সব সময় প্রত্যাশা করি। আমাদের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এটাই আমাদের চাওয়া। তবে কেউ যদি ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এবং জামায়াত-শিবিরের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তা রুখে দেবে।’
বেলা ১১টার মধ্যে দুই সংগঠনের নেতা-কর্মীরা মধুর ক্যানটিন ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাহিম মিয়া বলেন, করোনা মহামারির পর ক্লাসে ফেরার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব উদ্দিন বলেন, ‘অনলাইন ক্লাসে কোনে আনন্দ নেই। তাই আমি দীর্ঘদিন ধরে সশরীরে ক্লাসের অপেক্ষা করেছি।’
এদিকে ক্লাস-পরীক্ষা শুরু উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ ও পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন।
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, ক্লাস ও হলে নিয়মিত মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মানাসহ একটি নীতিমালা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। ক্লাস-পরীক্ষা শুরুর প্রথম দিনেই মধুর ক্যানটিনে মুখোমুখি অবস্থান করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদল। এ নিয়ে গতকাল রোববার পুরো ক্যাম্পাস ছিল উত্তপ্ত।
ক্লাস ও পরীক্ষা চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শঙ্কা ও উৎকণ্ঠাও বিরাজ করেছে। তারপরও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যানটিনে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সেখানে জড়ো হয়ে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মধুর ক্যানটিনে প্রবেশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা। এ সময় তাঁরাও পাল্টা স্লোগান দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় মধুর ক্যানটিনে ছাত্রদলের কিছু কর্মী ঢুকতে পারলেও বেশির ভাগ নেতা-কর্মী ঢুকতে পারেননি। ছাত্রদল ঢুকতে চাইলে ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ‘সন্ত্রাসীদের আস্তানা, এ বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে ছাত্রলীগ। পরবর্তী সময়ে ছাত্রদলের নেতা-কর্মীরা মধুর ক্যানটিন থেকে বের হয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাকসের (ডাস) সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা এখন থেকে নিয়মিত মধুর ক্যানটিনে বসব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য।’
মধুর ক্যানটিনে ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার এবং বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতারা।
অন্য দিকে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্যসচিব আমান উল্লাহ আমানসহ তিন শতাধিক নেতা-কর্মী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান আমরা সব সময় প্রত্যাশা করি। আমাদের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এটাই আমাদের চাওয়া। তবে কেউ যদি ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এবং জামায়াত-শিবিরের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তা রুখে দেবে।’
বেলা ১১টার মধ্যে দুই সংগঠনের নেতা-কর্মীরা মধুর ক্যানটিন ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাহিম মিয়া বলেন, করোনা মহামারির পর ক্লাসে ফেরার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব উদ্দিন বলেন, ‘অনলাইন ক্লাসে কোনে আনন্দ নেই। তাই আমি দীর্ঘদিন ধরে সশরীরে ক্লাসের অপেক্ষা করেছি।’
এদিকে ক্লাস-পরীক্ষা শুরু উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ ও পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন।
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, ক্লাস ও হলে নিয়মিত মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মানাসহ একটি নীতিমালা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫