Ajker Patrika

শেখ হাসিনার জন্মদিনে ৭৫ পাউন্ডের কেক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২৮
শেখ হাসিনার জন্মদিনে ৭৫ পাউন্ডের কেক

যশোরে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। বেলা ১২টার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৭৫ পাউন্ডের কেক কেটে দিনের কর্মসূচি শুরু হয়। এ ছাড়া জেলার সব উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা, শোভাযাত্রা, দরিদ্রদের সহায়তাসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করা হয় এ দিনে।

জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সংসদ সদস্য নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা আলী রায়হান, আব্দুল খালেক, গোলাম মোস্তফা, মনিরুল ইসলাম, মীর জহুরুল হক, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, মাহমুদ হাসান বিপু প্রমুখ। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।

এ ছাড়া সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে প্রেসক্লাব যশোরে ৭৫ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করা হয়।

মনিরামপুর: মনিরামপুরে শেখ হাসিনার জন্মদিনে ১১০ স্কুলছাত্রীকে বাইসাইকেল দিয়েছে উপজেলা প্রশাসন। বেলা সাড়ে ১১টার দিকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত থেকে সাইকেল বিতরণ করেন।

চৌগাছা : চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ হাসিনার জন্মদিনে একটি কদম ফুল গাছ রোপণ করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার উপস্থিত ছিলেন।

কেশবপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেশবপুরে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে পরিষদের মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত