Ajker Patrika

কর্মসম্পাদনে দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
কর্মসম্পাদনে দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ২০২০-২১ অর্থবছরে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৩ দশমিক ৮ নম্বর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঠানো মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়। ২০২০-২১ অর্থবছরের এপিএ বাস্তবায়নে সেরা ৩টি বিশ্ববিদ্যালয়কে ক্রেস্ট ও ১০টি বিশ্ববিদ্যালয়কে প্রশংসাপত্র প্রদান করবে ইউজিসি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। তারা পেয়েছে ৯৮ দশমিক ৩৮ নম্বর। ৯৩ দশমিক ৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘নানা চ্যালেঞ্জ থাকার পরও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ স্বীকৃতি তারই প্রমাণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত