Ajker Patrika

‘যুবকেরাই অগ্রযাত্রার কাণ্ডারি’

খুলনা প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ১০
‘যুবকেরাই অগ্রযাত্রার কাণ্ডারি’

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রার কান্ডারি হচ্ছে দেশের যুবসমাজ। তরুণেরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের যুব দিবস পালিত হয়। আলোচনা সভা ছাড়াও ওই অনুষ্ঠানে যুবকদের ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। ।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক আরো বলেন, মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিং এর মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএম বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, সরদার মাহবুবার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাক উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত