নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নরসিংদীর রায়পুরায় গৃহবধূ রুনা আক্তার খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বামীর অবর্তমানে দ্বিতীয় বিয়েতে রাজি না হওয়ায় রুনা হত্যার শিকার হন বলে জানিয়েছে সিআইডি।
গ্রেপ্তার করা দুজন হলেন নরসিংদীর চরমরজাল এলাকার বাসিন্দা খোরশেদ মিয়া ও আব্দুর রাজ্জাক। গত শনিবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রুনা একই এলাকার মোসলেম উদ্দিন ভূঁইয়ার মেয়ে এবং একই গ্রামের সৌদি আরবপ্রবাসী আবুল কালামের স্ত্রী। রুনার তিন সন্তান রয়েছে।
গতকাল রোববার মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এসব তথ্য জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে একই গ্রামের আবুল কালামের সঙ্গে রুনার বিয়ে হয়। চার বছর আগে শ্বশুর বাড়ি থেকে টাকা ধার করে সৌদি আরবে যান কালাম। পরে ওই টাকা শোধ করার জন্য কালামকে চাপ দেন রুনা। পরে রুনা জানতে পারেন, তাঁর স্বামী আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে কালামের সঙ্গে ঝগড়া শুরু হয় রুনার। একপর্যায়ে রুনাকে প্রাণনাশের হুমকি দেন কালাম। এ ঘটনায় কালামসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।
গতকাল সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গত ১৩ ডিসেম্বর নরসিংদীর রায়পুরার চরমরজালের একটি ধানখেত থেকে রুনার চোখ ওপড়ানো লাশ উদ্ধার করা হয়। রুনার স্বামী সৌদি আরব যাওয়ার পর পরিবারের কোনো খরচ না দিয়ে উল্টো রুনাকে বাবার বাড়ি থেকে টাকা এনে ওই দেনা পরিশোধ করার জন্য চাপ দেন। শ্বশুর বাড়ির লোকজনও রুনার ওপর নির্যাতন চালাতেন। এ ঘটনায় রুনা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিলে তিনি বাবার বাড়ি চলে যান।
মুক্তা ধর আরও বলেন, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় রুনা নিখোঁজ হন। পরদিন সকালে স্থানীয় লোকজন গ্রামের ধানখেতে রুনার লাশ পড়ে থাকতে দেখেন। সিআইডি তদন্ত করে জানতে পারে, একই এলাকার রাজ্জাক নামের এক ব্যক্তি স্থানীয় খোরশেদ আলমের সঙ্গে রুনার বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন। এ জন্য তিনি খোরশেদের কাছ থেকে ৯০ হাজার টাকা নেন। কিন্তু রুনা এই বিয়ের প্রস্তাবে রাজি হননি। তখন রাজ্জাককে তাঁর টাকা ফেরত দিতে বলেন খোরশেদ। এরপর ১২ ডিসেম্বর রুনা আক্তার বাড়ি থেকে বের হলে রাজ্জাক ও খোরশেদ আলমের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় তিনজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে রুনাকে হত্যা করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রুনার একটি চোখ বাঁশ দিয়ে থেঁতলে দেওয়া হয়। এ ঘটনায় আরও যাঁরা জড়িত, তাঁদের শিগগির গ্রেপ্তার করা হবে।
নরসিংদীর রায়পুরায় গৃহবধূ রুনা আক্তার খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বামীর অবর্তমানে দ্বিতীয় বিয়েতে রাজি না হওয়ায় রুনা হত্যার শিকার হন বলে জানিয়েছে সিআইডি।
গ্রেপ্তার করা দুজন হলেন নরসিংদীর চরমরজাল এলাকার বাসিন্দা খোরশেদ মিয়া ও আব্দুর রাজ্জাক। গত শনিবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রুনা একই এলাকার মোসলেম উদ্দিন ভূঁইয়ার মেয়ে এবং একই গ্রামের সৌদি আরবপ্রবাসী আবুল কালামের স্ত্রী। রুনার তিন সন্তান রয়েছে।
গতকাল রোববার মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এসব তথ্য জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে একই গ্রামের আবুল কালামের সঙ্গে রুনার বিয়ে হয়। চার বছর আগে শ্বশুর বাড়ি থেকে টাকা ধার করে সৌদি আরবে যান কালাম। পরে ওই টাকা শোধ করার জন্য কালামকে চাপ দেন রুনা। পরে রুনা জানতে পারেন, তাঁর স্বামী আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে কালামের সঙ্গে ঝগড়া শুরু হয় রুনার। একপর্যায়ে রুনাকে প্রাণনাশের হুমকি দেন কালাম। এ ঘটনায় কালামসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।
গতকাল সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গত ১৩ ডিসেম্বর নরসিংদীর রায়পুরার চরমরজালের একটি ধানখেত থেকে রুনার চোখ ওপড়ানো লাশ উদ্ধার করা হয়। রুনার স্বামী সৌদি আরব যাওয়ার পর পরিবারের কোনো খরচ না দিয়ে উল্টো রুনাকে বাবার বাড়ি থেকে টাকা এনে ওই দেনা পরিশোধ করার জন্য চাপ দেন। শ্বশুর বাড়ির লোকজনও রুনার ওপর নির্যাতন চালাতেন। এ ঘটনায় রুনা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিলে তিনি বাবার বাড়ি চলে যান।
মুক্তা ধর আরও বলেন, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় রুনা নিখোঁজ হন। পরদিন সকালে স্থানীয় লোকজন গ্রামের ধানখেতে রুনার লাশ পড়ে থাকতে দেখেন। সিআইডি তদন্ত করে জানতে পারে, একই এলাকার রাজ্জাক নামের এক ব্যক্তি স্থানীয় খোরশেদ আলমের সঙ্গে রুনার বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন। এ জন্য তিনি খোরশেদের কাছ থেকে ৯০ হাজার টাকা নেন। কিন্তু রুনা এই বিয়ের প্রস্তাবে রাজি হননি। তখন রাজ্জাককে তাঁর টাকা ফেরত দিতে বলেন খোরশেদ। এরপর ১২ ডিসেম্বর রুনা আক্তার বাড়ি থেকে বের হলে রাজ্জাক ও খোরশেদ আলমের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় তিনজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে রুনাকে হত্যা করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রুনার একটি চোখ বাঁশ দিয়ে থেঁতলে দেওয়া হয়। এ ঘটনায় আরও যাঁরা জড়িত, তাঁদের শিগগির গ্রেপ্তার করা হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫