Ajker Patrika

চাইলে বাসায় ফিরতে পারবেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮: ৫১
চাইলে বাসায় ফিরতে পারবেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন ভালো আছেন। চাইলেই তিনি বাসায় ফিরতে পারবেন। গতকাল শুক্রবার সকালে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আতিকুর রহমান এসব তথ্য জানান।

ওবায়দুল কাদেরের চিকিৎসা তদারকির জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম এই সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (কাদের) এখন সুস্থ আছেন। সকালে তাঁর কেবিনে গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। তিনি চাইলেই বাসায় যেতে পারবেন।’

ডা. আতিকুর রহমান আরও বলেন, ‘আমরা চাই উনি একটু বিশ্রামে থাকুন। এ ছাড়া এখানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাসায় গেলে বারবার আসতে হবে। উনি কর্মঠ মানুষ, বাসায় গেলে ব্যস্ত হয়ে পড়বেন। যে কারণে হাসপাতালে রাখা হয়েছে।’

বুকে ব্যথা নিয়ে গত মঙ্গলবার বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তাঁর চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত বৃহস্পতিবার বোর্ডের প্রধান উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ জানান, ওবায়দুল কাদের যখন হাসপাতালে এসেছিলেন, তখন তাঁর বুকে একটু ব্যথা ছিল, ডায়াবেটিস কিছুটা অনিয়ন্ত্রিত ছিল এবং হার্টেও একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে।’

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। সেই সময় তাঁর হার্টে তিনটি আর্টারি ব্লক শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত