Ajker Patrika

তালায় জনপ্রিয় হচ্ছে তথ্য আপার উঠান বৈঠক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৪: ২৭
তালায় জনপ্রিয় হচ্ছে তথ্য আপার উঠান বৈঠক

সাতক্ষীরার তালা উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘তথ্য আপা’র উঠান বৈঠক। ‘তথ্য আপা’ প্রকল্পটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন একটি প্রকল্প। এর আওতায় উপজেলার বিভিন্ন গ্রামে মহিলাদের বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, মহামারি করোনার কঠিন সময়ে প্রতি মাসে দুটি করে উঠান বৈঠক হতো। তবে মাঝে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ার পর থেকে মাসে চারটি করে বৈঠক হচ্ছে।

প্রতিটি বৈঠকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন স্থানীয় নারীরা। এর মাধ্যমে নানাভাবে উপকৃত হচ্ছেন বলেও জানিয়েছেন তাঁরা। গত বৃহস্পতিবার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে তথ্য আপার ৪৭ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসা ধলবাড়িয়া গ্রামের পারুল আক্তার বলেন, আমরা সব সময় সংসারের কাজে ব্যস্ত থাকি। আগে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ বিভিন্ন বিষয়ের খারাপ দিক সম্পর্কে তেমন কিছুই জানতাম না। কিন্তু তথ্য আপার উঠান বৈঠকে এগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে গভীরভাবে জানতে পেরেছি।

সাহিদা আক্তার বলেন, আমরা সচেতন হয়েছি এবং যারা উঠান বৈঠকে আসতে পারেনি তাদেরও এ বিষয়গুলো সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি।

এ বিষয়ে তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় জানান, প্রতিদিনই উপজেলার কোনো না কোনো গ্রামে গিয়ে ওই এলাকার মহিলাদের মাঝে ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে উপজেলা তথ্যসেবা কেন্দ্র।

জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা শাখার চেয়ারম্যান সুতপা রাহা বলেন, গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে তথ্যকেন্দ্র। বিশেষজ্ঞের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবাসমূহের নিশ্চিতকরণ, বাল্যবিবাহ, যৌতুক, নারীশিক্ষা নারীর ক্ষমতায়ন ও নারীদের উদ্যোক্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে কেন্দ্র।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তথ্য আপা প্রকল্প নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা প্রদানের মাধ্যমে তাঁদের ক্ষমতায়নে আরও ত্বরান্বিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত