Ajker Patrika

সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ৩০
সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিক আবুল কালাম আজাদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় বালিয়াডাঙ্গী সাংবাদিক সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম আজাদের স্ত্রী মনজুরা বেগম, সাংবাদিক হারুন অর রশিদ, রমজান আলী, এস এম মশিউর রহমান সরকার, এন এম নুরুল ইসলাম, জানে আলম শেখ, জুলফিকার আলী, আল মামুন জীবন প্রমুখ।

সাংবাদিকেরা বলেন, মিথ্যা হয়রানিমূলক একটি মামলায় আদালতের প্রতি সম্মান জানিয়ে আগাম জামিন নিতে গিয়েছিলেন সাংবাদিক আজাদসহ ৯ আসামি। অথচ জামিন নামঞ্জুর করে ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ১৭ দিন ধরে কারাগারে আছেন সাংবাদিক আজাদ।

সাংবাদিকেরা আরও বলেন, মামলাটিতে সাংবাদিক আজাদকে হয়রানির জন্য আসামি করা হয়েছে বলে উল্লেখ করে মামলাটি পুনরায় তদন্ত এবং সাংবাদিক আজাদকে জামিন দিতে আদালতের বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে উপস্থিত সাংবাদিকেরা। সেইসঙ্গে তাঁর মুক্তি কামনা করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত