Ajker Patrika

কাটছে সময় যেভাবে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩৬
কাটছে সময় যেভাবে

‘ফিরিয়ে দাও অরণ্য’, ‘কোন কাননের ফুল’, ‘ছোট ছোট দীর্ঘশ্বাস’—বিটিভিতে প্রচারিত এসব নাটকে অভিনয় করে আশির দশকের শেষে আলোচনায় এসেছিলেন আব্দুল বারিক মুকুল।

অভিনয়ে এখন অতটা নিয়মিত নন তিনি। মানিকগঞ্জের সিঙ্গাইরে নিজের গ্রামে একটি শুটিং হাউস আছে তাঁর, যেটি ‘মুকুলের বাড়ি’ নামেই বেশি পরিচিত। ওখানেই এখন বেশির ভাগ সময় কাটে মুকুলের। ব্যক্তিজীবনে খুব সাদাসিদে, নীরব একজন মানুষ তিনি।

কীভাবে অভিনয়ে এসেছিলেন মুকুল? তিনি জানান, মুনিয়া ভিডিও নামে তাঁর একটি ভিডিওর দোকান ছিল। পাশেই থাকতেন বিটিভির প্রযোজক খ ম হারুন। তিনি একদিন মুকুলকে ডেকে পাঠান। খ ম হারুনের সঙ্গে দেখা করার পর নাটকে অভিনয়ের প্রস্তাব পান মুকুল। সেই সূত্রে ১৯৮৯ সালে ‘ফিরিয়ে দাও অরণ্য’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তৌকীর আহমেদেরও অভিষেক হয়েছিল ওই নাটক দিয়ে।

এরপর তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন মুকুল। কাজ করেছেন মঞ্চেও। খ ম হারুনের নির্দেশনায় ‘শেষ নবাব’, কায়েস চৌধুরীর নির্দেশনায় ‘মেহেরজান’ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।

তবে এখন পর্যন্ত কোনো সিনেমায় অভিনয় করেননি মুকুল। তিনি বলেন, ‘এখনকার যে সমাজব্যবস্থা, তার সঙ্গে আমি অনেকটাই বেমানান। আমি খুব কম নাটকে অভিনয় করি। সিনেমাতে অনেক হাই পিচের অভিনয় করতে হয়। তাই সাহস পাইনি।’

তবে ভালো সুযোগ পেলে চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান আব্দুল বারিক মুকুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত