Ajker Patrika

আগাম আলুতে লাভের আশা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ০৬
আগাম আলুতে লাভের আশা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। উপজেলার ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ করেছেন কৃষকেরা। এতে ফলন কম হলেও লাভবান হবেন এমনটাই আশা তাঁদের।

উপজেলার বাহাগিলী ইউপির উ দুরাকুটি জয়নোনেরকোট গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম জানান, চলতি বছর ৩৫ বিঘা জমিতে আলু রোপণ করেছি। এর মধ্যে চার বিঘায় লাগানো হয় আগাম জাতের আলু। পরে ৬১ দিনের মাথায় আলু তোলা হয়, যা ৩০ থেকে ৩৫ বস্তা আলু হবে। জমিতে ৪০ জন শ্রমিক কাজ করেছেন। এতে আগাম ফলন হিসেবে খরচবাদে দ্বিগুণ লাভ হবে।

স্থানীয় কৃষকেরা জানান, বৈরী আবহাওয়ায় চাষিরা বিপাকে না পড়লে ৩০ শতাংশ আগাম জাতের জমির আলু বাজারে চলে আসত। এখন টুকটাক আলু তোলা শুরু হয়েছে। আর কয়েকদিন গেলে উপজেলার নয়টি ইউপির বিস্তীর্ণ মাঠে আলু উত্তোলনের মহোৎসব শুরু হবে এবং বাজার দর ঠিক থাকলে চাষিরা লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, নতুন আলু উঠতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলনের আশা করা হচ্ছে। ভালো দাম পেলে আগামীতে আরও কৃষক আলু চাষে উৎসাহী হবেন। চলতি বছর এ আলু উৎপাদনের অতীতের সব রেকর্ড ভাঙবে বলে আশা করছি। মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত