Ajker Patrika

মানিকগঞ্জে ২৮ বছর পর মহিলা দলের কমিটি

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ২৮
মানিকগঞ্জে ২৮ বছর পর মহিলা দলের কমিটি

দীর্ঘ ২৮ বছর পর মানিকগঞ্জ জেলা মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সাবিহা হাবিবকে, সাধারণ সম্পাদক করা হয়েছে হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার মুন্নিকে।

গত বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ৫১ সদস্যের কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি সানজিদা রহমান সিদ্দিকী ছন্দা, ফারজানা জুবাইদি সিমকী, মাসুমা খানম রুলি, খন্দকার নাজমা আক্তার, লাভলী ইয়াসমনি রুমি ও রহিমা আক্তার, সহসাধারণ সম্পাদক রিটা ইয়াসমিন নাহার, লাইলী বেগম, শামীমা পারভীন জলি, হামিদা আক্তার, শেফালী বেগম ও আশা মলিমউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার মুক্তি, সহসাংগঠনিক সম্পাদক জায়েদা ইয়াসমিন কণা, মুন্নী আক্তার, মনোয়ারা বেগম মনি, দপ্তর সম্পাদক তাজরিন জামান আঞ্জু।

কমিটিতে আরও আছেন প্রচার সম্পাদক রাহা মাহমুদা পলি, কোষাধ্যক্ষ নুসরাত জাহান নিলা, শিল্প ও সাহিত্যবিষয়ক সম্পাদক তানিয়া আজাদ, আইন বিষয়ক সম্পাদক মাহানাজ পারভীন বাচ্চা, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতানা আক্তার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মালেকা বেগম, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শেফালী বেগম। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন।

উল্লেখ্য, সর্বশেষ ১৯৯৩ সালে মানিকগঞ্জ জেলা মহিলা দলের সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছিল। এরপর গত ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু সিটিতে দলটির জেলা শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত