Ajker Patrika

নিয়োগ বাতিল চেয়ে ঝাড়ু হাতে অবস্থান

গাইবান্ধা প্রতিনিধি
নিয়োগ বাতিল চেয়ে ঝাড়ু হাতে অবস্থান

গাইবান্ধার ফুলছড়িতে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ বাতিলের দাবিতে ঝাড়ু হাতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার গুণভড়ি উচ্চবিদ্যালয়ের সামনে বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি সন্তোষ বাসফোর, হরিজন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাজেশ বাসফোর, কমিটির ফুলছড়ি উপজেলার সাধারণ সম্পাদক চন্দন বাসফোর, সাংগঠনিক সম্পাদক সাজন বাসফোর, হরিজন নেতা উজ্জ্বল বাসফোর, উদাখালী পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রানা বাসফোর প্রমুখ।

বক্তারা জানান, গুণভড়ি উচ্চবিদ্যালয়ে একজন পরিচ্ছন্নতাকর্মীর পদ ফাঁকা থাকায় স্থানীয় পুষ্প কুমার বাসফোর চাকরির আশায় বিনা বেতনে দীর্ঘ ১০ বছর ধরে কাজ করে আসছেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু ও পরিচালনা কমিটির সভাপতি মজনুর রশিদ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য পুষ্প কুমার বাসফোরের কাছে সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন। পুষ্প অগ্রিম ২ লাখ টাকা দেন। তারপরও গোপনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যালয়ের নৈশপ্রহরীর ছেলেকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা নিয়মানুযায়ী পরিচ্ছন্নতাকর্মী হিসেবে হরিজন সম্প্রদায়ের একজন হিসেবে ওই পদে পুষ্পকে নিয়োগ দেওয়ার দাবি জানান। 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু বলেন, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে কোনো অনিয়ম করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত