Ajker Patrika

থেমে আছে স্কুলের নির্মাণকাজ

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১০: ১৪
থেমে আছে স্কুলের নির্মাণকাজ

বাউফল উপজেলা সদর ইউনিয়নের আলেয়া রহমান লেডিস ক্লাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজের মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর আগে। কিন্তু এখন পর্যন্ত নির্মাণাধীন ভবনটির পিলার ছাড়া আর কিছু নির্মিত হয়নি।

করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। কিন্তু শ্রেণিকক্ষ সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টির একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে ওই স্থানে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় চার বছর আগে।

দেখা যায়, ভবনটির গ্রেট বিম করা হয়েছে। পিলারের জন্য রড বের করে রাখা হয়েছে। যাতে মরিচা পড়েছে। বিদ্যালয়ের ভবন না থাকায় পাশে একটি টিনশেড ঘর উঠিয়ে সেখানে পাঠদান দিচ্ছেন শিক্ষকেরা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানভীর আলম বলে, ‘টিনশেড ঘরে ক্লাস হচ্ছে। বৃষ্টির সময় পানি পড়ে। আর গরমের সময় ক্লাসে বসে থাকতে খুবই কষ্ট হয়।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকের দায়িত্বে থাকা আবু সায়েম ফোনে বলেন, ‘বরাদ্দ নাই। আমার জানা মতে, যে পরিমাণ কাজ হয়েছে তার বিল পাননি ঠিকাদার। আশা করছি খুব শিগগির ফের ভবনের নির্মাণকাজ শুরু হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম বলেন, ‘নির্মাণকাজ ফেলে রাখায় পাঠদানে ব্যাঘাত ঘটছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, ‘ভবনের কাজটি দ্রুত শেষ করার জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করেছি।’

উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, ‘কাজে ধীর গতি দেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য, সংশ্লিষ্ট ঠিকাদারকে তিন দফায় চিঠি দেওয়া হয়েছে। এরপরেও নির্মাণকাজ শুরু হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত