Ajker Patrika

সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৯: ৫৯
সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার

পিরোজপুরের ভান্ডারিয়ায় জীর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে কয়েক শত মানুষ। উপজেলার ইকড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলীখালী ইকড়ী খালে চলাচলের জন্য এখনো সাঁকো ব্যবহার করছেন সাধারণ মানুষ। এ ছাড়া পশ্চিম ইকড়ী থেকে পশ্চিম তেলীখালী দেড় কিলোমিটার রাস্তার অবস্থাও বেহাল।

স্থানীয়রা জানায়, তেলীখালী ইকড়ী খালের মোহনায় জরাজীর্ণ এ সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শত মানুষ। দীর্ঘদিনেও এ সাঁকোর কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

এ ছাড়া তেলীখালী ইকড়ী খালের পাশে দক্ষিণ ইকড়ী থেকে পশ্চিমে তেলীখালী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার অনেকটাই মাটির। ফলে বৃষ্টির দিনে শিক্ষার্থী, বৃদ্ধ, শিশু, নারীসহ সকলের চলাচলে অনেক অসুবিধা হয়।

স্থানীয় বাসিন্দা খলিল শেখ জানান, এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সাঁকো দিয়ে চলাচল করে আসছে। সঙ্গে পাশের রাস্তাটিও ভাঙা রয়েছে। ৪ নম্বর দক্ষিণ ইকড়ী ওয়ার্ডটি এখনো অবহেলিত আছে।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস মোল্লাহ জানান, খালের মোহনায় সাঁকোটি। তাই ওখানে কিছু করা সম্ভব হচ্ছে না।

ইকড়ী ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ‘তেলীখালী বাজার থেকে দেড় কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। বড় খালের পাড়ে কিছুটা রাস্তা মাটির থাকলেও কেউ মাটি দিচ্ছে না বলে মেরামত হয়নি এখনো। বালি ফেললে খালে ভেসে যাবে তাই মাটি দিচ্ছে না কেউ।

উপজেলা প্রকৌশলী বদরুল আলম বলেন, ‘এ বিষয়টি নিয়ে কখনো কেউ আবেদন করেননি। তবে আমি এ বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমাদের সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত