Ajker Patrika

‘বাবা, তোকে কবে দেখব’?

জমির উদ্দিন, চট্টগ্রাম
আপডেট : ১৩ জুন ২০২২, ১২: ০২
‘বাবা, তোকে কবে দেখব’?

হাসপাতালের বিছানায় শোয়া মো. আলী আহমেদ তাঁর তিন বছর বয়সী ছেলেকে ডাক দিলেন। ছেলে মো. রাশেদ তাঁর থেকে একটু দূরে মায়ের কোলেই ছিল। মা রাশেদকে বিছানার এক পাশে রেখে তাঁর স্বামীকে বললেন, ‘রাশেদ তো তোমার পাশেই’। এবার বাবা আশপাশে দুই হাত দিয়ে খুঁজছিলেন তাকে। কারণ, দুই চোখ থেকেও তিনি যে অন্ধ! সীতাকুণ্ডে বিস্ফোরণের পর থেকে তিনি দুই চোখে দেখেন না। মাঝেমধ্যে দেখলেও ঝাপসা দেখেন। ছেলেকে জড়িয়ে ধরে তাই আলীর আক্ষেপ, ‘বাবা, তোকে কবে দেখব?’

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন মো. আলী আহমেদ। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ১০ নম্বর বিছানায় চিকিৎসা নিচ্ছেন। ঘটনার ১১ দিন হতে চললেও তিনি এখনো পুরোপুরি দেখতে পান না। তাঁর দুই চোখ ছাড়াও অণ্ডকোষ, পা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

আলীর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায়। তিনি কনটেইনার ডিপোতে পাঁচ বছর ধরে চালক হিসেবে কাজ করছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, ঘটনার দিন ডিপো থেকে তিনি ৫০০ গজ দূরে ছিলেন। আগুন লাগার পর দেখতে গিয়ে তিনি আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত