Ajker Patrika

দুই নায়কের জন্য দুই গল্প

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৯: ০৯
দুই নায়কের জন্য দুই গল্প

বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হেরা ফেরি’র তৃতীয় পর্ব তৈরি করতে চান প্রযোজক ফিরোজ এম নাদিয়াদওয়ালা। কিন্তু সেটা নিয়ে যে জলঘোলা শুরু হয়েছিল মাসখানেক আগে, তা চলছে এখনো। আগের দুই সিক্যুয়েলের অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে প্রযোজকের কিছু সমস্যা চলছিল। তাই প্রথমে ঠিক হয়েছিল, ‘হেরা ফেরি ৩’-এর গল্প হবে কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে।

কারণ কয়েক মাস আগেই অক্ষয়ের জায়গায় কার্তিককে নিয়ে সফল হয়েছে ‘ভুলভুলাইয়া ২’। ফিরোজের তাই পরিকল্পনা ছিল, হেরা ফেরিতেও অক্ষয়কে রেখে কার্তিককে দিয়েই বাজিমাত করবেন। তেমন ঘোষণাও দিয়েছিলেন। পরবর্তী সময়ে অক্ষয় বলেছিলেন, তিনিই আগ্রহী নন। কারণ গল্পটি তাঁর পছন্দ হয়নি। তাঁকে নিতে হলে গল্পে বদল আনতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ইদানীং আবার অক্ষয় কুমার আর ফিরোজ নাদিয়াদওয়ালার কথাবার্তা শুরু হয়েছে। ফলে প্রযোজক পড়েছেন দ্বিধায়। একদিকে অক্ষয়ের মতো তারকাকেও এড়াতে পারছেন না, আবার কার্তিকের মতো নতুন নায়ককে পুরোপুরি ভরসাও করতে পারছেন না। অথচ তিনি যে করেই হোক, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির একটি সিনেমা আনতে চান।

কার্তিক আরিয়ানপ্রযোজক তাই দুটি সম্ভাব্য চিত্রনাট্য ঠিক করেছেন। একটিতে অক্ষয়ই আসল, অন্যটিতে কার্তিকও থাকতে পারেন। অক্ষয়ের জন্য যে স্ক্রিপ্ট লেখা হয়েছে, সেটা শুরু হচ্ছে আগের সিনেমা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে। অন্যটি ফ্র্যাঞ্চাইজির আগের একটি গল্পের মতোই। এখনো ‘হেরা ফেরি ৩’-এর পরিচালক বা অন্যান্য অভিনেতা ঠিক হয়নি। সবই নির্ভর করবে, দুই অভিনেতার ওপর। অক্ষয় নাকি কার্তিক—শেষ পর্যন্ত কে ধরবে হেরা ফেরির হাল, সেটা জানার অপেক্ষায় সবাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত