Ajker Patrika

বাবার হাতে হাতকড়া শিশুর অঝোর কান্না

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ০১
বাবার হাতে হাতকড়া শিশুর অঝোর কান্না

হাতকড়া পরা অবস্থায় শিশু সন্তানকে জড়িয়ে ধরেছেন বাবা, বরগুনার এমন একটি ছবি ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আদালতের নির্দেশে কারাগারে নেওয়ার সময় গত সোমবার হাতকড়া পরা অবস্থায় বাবার গলা জড়িয়ে ধরা ওই ছবিটি তোলেন চাচা জুয়েল। গত মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন। বুধবার সেই ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ওই শিশুর চাচা জুয়েল বলেন, ‘আমতলী পৌরসভার সবুজবাগ এলাকায় আমার ভাই বাহাদুর খানের বাসা। বাসার পাশের কক্ষে মামাতো ভাই আবু হানিফ বাস করেন। বাহাদুরে শিশু সন্তান আলিফ ও হানিফের শিশু হামিম দুজনের বয়স তিন বছর। তারা সারাক্ষণ এক সঙ্গেই থাকে, খেলাধুলা করে। গত ১০ অক্টোবর দুজনে বাড়ির উঠানে বসে খেলছিল। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে চোখে সামান্য আঘাত লেগে আহত হয় হামিম। এরপর আলিফের পরিবার তামিমকে চিকিৎসা করায়। কিন্তু হামিমের মা এতে সন্তুষ্ট না হওয়ায় স্থানীয় ব্যক্তিরা সালিসে বসেন। সেখানে হামিমের চিকিৎসা বাবদ ৮০ হাজার টাকা ধার্য করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে গত ১ নভেম্বর হামিমের মা বাদী হয়ে আলিফের বাবা বাহাদুর খানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিচারক বাকিদের জামিন দিলেও আলিফের বাবা বাহাদুর খানের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আরিফুল ইসলাম বলেন, ‘শিশুটির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিকার চেয়ে তিনি আদালতে মামলা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত