Ajker Patrika

আমনখেতে পোকার আক্রমণ, কীটনাশকে কাজ হচ্ছে না

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আমনখেতে পোকার আক্রমণ, কীটনাশকে কাজ হচ্ছে না

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমন ধানের খেতে পাতা মোড়ানো রোগ, মাজরা পোকা, কারেন্ট পোকাসহ বিভিন্ন ছত্রাক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কৃষকেরা দফায় দফায় খেতে কীটনাশক ছিটালেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এতে ধানখেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এবারে ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়। শেষ পর্যন্ত কৃষকদের আমন চাষাবাদে আগ্রহ বাড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ২ হেক্টর বেশি জমিতে আমন ধান চাষ করা হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করেছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধানের খেতে মাজরা, পাতা মোড়ানো ও কারেন্ট পোকার আক্রমণে বিভিন্ন খেতের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।

উপজেলার গেটের বাজার এলাকার অনেক কৃষকের জমিতে ব্যাপক হারে পোকার আক্রমণ দেখা গেছে। ওই এলাকার কৃষক আফজাল হোসেন ও মোজাম্মেল হক জানান, তাঁরা পাঁচ বিঘা করে জমিতে আমন রোপণ করেছেন। তাঁদের সব খেতেই পোকা আক্রমণ করেছে। তাঁরা পোকা দমনে দুই দফায় ৬ হাজার করে টাকা খরচ করে কীটনাশক দিয়েছেন। কিন্তু পোকা দমন হয়নি।

উপজেলার শাহ্ বাজার এলাকার কৃষক শাহজাহান আলী বলেন, তিনি এবার আট একর জমিতে আমন ধান চাষ করেছেন। তাঁর প্রায় সব জমির ধানের খেতে মাজরা, পাতা মোড়ানো পোকা ও কিছু খেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে কীটনাশক ছিটিয়ে খেতের পোকা দমনের চেষ্টা করছেন; কিন্তু বৃষ্টির কারণে পোকা দমন করা সম্ভব হচ্ছে না। এক বিঘা জমিতে এক দফা কীটনাশক প্রয়োগে তাঁর ৫০০ টাকা খরচ হচ্ছে। ফলে উৎপাদন খরচ বেড়েই চলছে। পোকা দমন করতে না পারলে ফলন কমবে। ফলন ভালো না হলে কী করবেন, বুঝতে পারছেন না।

উত্তর বড়ভিটা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন দুই বছর ধরে অন্যের জমিতে কীটনাশক স্প্রে করে জীবিকা নির্বাহ করে আসছেন। এবারে আমন ধানে পোকার আক্রমণের বিষয়ে কথা হলে তিনি জানান, এক মাস ধরে আমনখেতে কীটনাশক ছিটিয়ে নেওয়ার জন্য আশপাশের চার-পাঁচটি গ্রাম থেকে ডাক আসছে। খুব ব্যস্ততায় দিন কাটছে তাঁর।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, বৈরী আবহাওয়ায় কিছু খেতে পোকার উৎপাত শুরু হয়েছে। পোকা দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। খেতের যে অবস্থা তাতে ফলন বিপর্যয়ের কোনো আশঙ্কা আপাতত নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত