Ajker Patrika

বাজাইল খাল খননের দাবি কৃষকদের

ফুলবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২: ২৮
বাজাইল খাল খননের দাবি কৃষকদের

ফুলবাড়িয়ার দেওখোলা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বাজাইল খাল প্রায় ভরাট হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভেকিবিলের ও ওপাড়ে ইচাইল বিলের কৃষকেরা আমন ও বোরো চাষে বিপাকে পড়েন। তাই দ্রুত খাল খননের দাবি স্থানীয় কৃষকদের।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রায় ২০০ হেক্টর এলাকাজুড়ে ভেকিবিল। জাংগালিয়া, দাসবাড়ি, দেওখোলা উত্তর কালিবাজাইল, মধ্য কালীবাজার, কাঁটাখালী ইচাইল এলাকার শত শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা আমন ও বোরো মৌসুমে বিলের পানি জমে থাকায় ধান চাষ নিয়ে বিপাকে পড়েন। বোরো মৌসুমে খালে পানি না থাকায় কৃষকেরা তাঁদের ফসল ঘরে তুলতে পারেন না।

জাংগালিয়া গ্রামের বাসিন্দা কৃষক জিয়াউল ইসলাম নয়ন বলেন, বাজাইল খালটি ভরাট হওয়ার ফলে শত শত একর জমির ফসল ঘরে তুলতে পারছেন না খালের দুপাড়ের কৃষকেরা। বাজাইল খালের ওপর সেতুতে একটি স্লুইসগেট স্থাপনসহ খাল খনন এখানকার কৃষকদের দীর্ঘদিনের দাবি।

ভেকিবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আরিফ রাব্বানি ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মুক্তা বলেন, জলাবদ্ধতা দ্রুত কমে যাবে। খাল খনন হলে খালের পাশ দিয়ে নতুন সড়ক হবে। এতে বিলপাড় এলাকার মানুষের যোগাযোগের কষ্ট অনেকটা কমে যাবে।

ফুলবাড়িয়া উপজেলা প্রকৌশলী মাহবুব মুর্শেদ বলেন, ফুলবাড়িয়া উপজেলার পানি ব্যবস্থাপনার জন্য আমাদের পাঁচটি সমিতি আছে। এই সমিতিগুলোর অধীনে পাঁচটি খাল আছে। এই খালগুলোর বাইরে আমাদের কোনো কাজ করার সুযোগ নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত