Ajker Patrika

গবাদিপশুর চর্মরোগের প্রাদুর্ভাব চারঘাটে

চারঘাট প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৯: ০৯
গবাদিপশুর চর্মরোগের প্রাদুর্ভাব চারঘাটে

চারঘাটে ভাইরাসজনিত সংক্রামক ‘ল্যাম্পি স্কিন’ রোগে আক্রান্ত হচ্ছে গরু। ভ্যাকসিন সরবরাহ না থাকায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারিরা।

জানা যায়, ল্যাম্পি স্কিন ডিজিজ (পক্স জাতীয়) গবাদিপশু, বিশেষ করে গরুর নতুন একটি রোগ এটি। ল্যাম্পি স্কিনের ভাইরাসটির উৎপত্তি আফ্রিকায়। এরপর ভারতে এটি দেখা যায়। সম্প্রতি অন্য দেশ থেকে আসা গরুর মাধ্যমে এই জীবাণু দেশে প্রবেশ করেছে।

প্রথমে গরুর চামড়ার ওপরের অংশে টিউমার জাতীয় ও বসন্তের মতো গুটি গুটি উপসর্গ দেখা দেয়। এরপর দু-এক দিনের মধ্যেই গরুর শরীরজুড়ে গুটি গুটি হয়ে ঘায়ে পরিণত হয়। এ সময় শরীরে ১০৪-১০৭ ডিগ্রি তাপমাত্রার জ্বর দেখা দেয়। মুখ দিয়ে লালা পড়তে থাকে এবং গরু খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পচে গিয়ে সেখান থেকে মাংস খুলে খুলে পড়ে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চারঘাটে ৯৫০টি গরুর খামার রয়েছে। প্রতিদিনই উপজেলার নানা প্রান্ত থেকে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত পাঁচ থেকে ছয়টি গরুকে চিকিৎসার জন্য নিয়ে আসছে কেউ না-কেউ। উপজেলায় এখন ল্যাম্পি স্কিন রোগে দেড় শতাধিক গরু আক্রান্ত।

গতকাল বুধবার ঝিকরা মণ্ডলপাড়া গ্রামের খামারি আবু শামার সঙ্গে কথা হয়। তিনি বলেন, গত সপ্তাহে হঠাৎ তাঁর গরুর শরীরের বিভিন্ন স্থান ফুলে ওঠা শুরু করে। এরপর গরু খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। চিকিৎসক বলছেন, রোগ ভালো হতে সময় লাগবে।

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিকুল ইসলাম মিঠু বলেন, এটি ভাইরাসজনিত রোগ। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হচ্ছে গরু। লোকেরা নিয়ে আসছেন চিকিৎসার জন্য। আক্রান্ত গরুগুলোকে সাধারণ চিকিৎসা দেওয়া হচ্ছে। সেগুলোর সুস্থ হতে সময় লাগবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘মশা ও মাছির মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। তাই আমরা খামারে গিয়ে এর আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছি। আগে দু-একটা গরু এ রোগে আক্রান্তের খবর পাওয়া গেলেও বর্তমানে প্রাদুর্ভাব বেড়েছে। সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ নেই। তবে আমরা যথাসাধ্য চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত